সারা দুনিয়ায় মেসির জার্সির সংকট

লিওনেল মেসির জার্সি বানিয়ে কুলিয়ে উঠতে পারছে না স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাস। বিশ্বজুড়ে মেসির জার্সি ফুরিয়ে যাওয়ায় বিপাকে পড়ে গেছে বিশ্বসেরা প্রতিষ্ঠানটি। কাতার বিশ্বকাপ এককথায় বললে একাই জমিয়ে রেখেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে তার জার্সির চাহিদা তুঙ্গে। তবে মেসির জার্সি পেতে মানুষের আগ্রহ সব রেকর্ড ভেঙেছে। কোথাও কোথাও তার জার্সি রীতিমতো ফুরিয়ে গেছে।

তাই বিপাকে পড়েছে মেসিদের অফিসিয়াল জার্সি বিক্রি করা অ্যাডিডাস। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস মেসির ১০ নম্বর এবং নামাঙ্কিত যত জার্সি তৈরি করেছে, বিশ্বকাপ উপলক্ষে সেগুলো এরই মধ্যে শেষ হয়ে গেছে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স, স্পেনের রাজধানী রিয়াল মাদ্রি, কাতারের রাজধানী দোহা এবং জাপানের রাজধানী টোকিওতে অ্যাডিডাসের শো রুমে মেসির কোনো জার্সিই অবশিষ্ট নেই। এমনকি ক্রেতারা জার্সির সাইজ অথবা নারী পুরুষ কোনো কিছুরই বাছবিচার করছেন না। অ্যাডিডাস দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। জার্মান এই প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা জার্সির স্পন্সর হওয়ার পর থেকেই তাদের ব্যবসা ফুলে ফেঁপে বড় হতে থাকে। কারণ সারাবিশ্বে আর্জেন্টিনার জার্সির যত চাহিদা সবসময়, তা অন্য আর কোনো ফুটবল দলের নেই।

এখন শোনা যাচ্ছে, লিওনেল মেসির একটা জার্সি লাগবে? লাভ নেই, বিশ্বের কোথাও পাওয়া যাচ্ছে না আর্জেন্টিনার অধিনায়কের জার্সি! বুয়েনস এইরেস থেকে মাদ্রিদ, দোহা থেকে টোকিও, অ্যাডিডাসের বিক্রয় কেন্দ্রগুলোতে শেষ হয়ে গেছে মেসির ১০ নম্বরসহ আর্জেন্টিনার সব জার্সি! সাইজ ব্যাপার নয়। জার্সি ছোট নাকি বড় অথবা মেয়েদের বা ছেলেদের, সব ধরনের জার্সিই বিক্রি হয়ে গেছে। এমনিতেই অ্যাডিডাসের জার্সি বাণিজ্যে অর্থের বড় উৎস মেসি আর আর্জেন্টিনা। বিশ্বের আর কোনো খেলোয়াড় বা দলের জার্সি এত বিক্রি এখন পর্যন্ত করতে পারেনি অ্যাডিডাস। কাতার বিশ্বকাপে মেসি আর আর্জেন্টিনার অসাধারণ পারফরম্যান্সের কারণে এবার জার্সি বিক্রি আরো বেড়েছে।

অ্যাডিডাসের বিক্রয়কেন্দ্রগুলোতে জার্সি না পাওয়া যাওয়ার ঝক্কি পোহাতে হচ্ছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে (এএফএ)। প্রতিদিনই এ নিয়ে একের পর এক অভিযোগ শুনতে হচ্ছে। এএফএ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের তো এ নিয়ে কিছু করার নেই। যদিও আরো বেশি বিক্রি হওয়ায় আমাদের আগ্রহের কমতি নেই। কিন্তু এটা অ্যাডিডাসের ব্যাপার।’ অ্যাডিডাসের বিক্রয় কেন্দ্রগুলোতে জার্সি শেষ হয়ে যাওয়া নিয়ে এএফএ বলেছে, ‘কোনো কোনো দেশে জার্সি আমদানির ক্ষেত্রে ঝামেলা পোহাতে হয়। এ ছাড়া লোকবলের অভাব আছে।’ অ্যাডিডাস জার্সি ফুরিয়ে যাওয়ার ব্যাখ্যায় বলেছে, অল্প সময়ের মধ্যে উৎপাদন বাড়ানো তাদের পক্ষে অসম্ভব। তবে ফাইনালের আগে পর্যাপ্ত জার্সি সরবরাহ নিশ্চিত করতে চায় জার্মানির প্রতিষ্ঠানটি।

এজন্য তাদের কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা তাদের ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা-খরা কাটাতে পারলে যে জার্সির জন্য মানুষ পাগল হয়ে উঠবে! আর্জেন্টিনার জার্সি ছাড়াও ‘মেসি ফেনোমেনন’, ‘এখানে তুমি কী খুঁজছো, বোকা?’ এ ধরনের লেখা টি-শার্ট, মগও বাজারে পাওয়া যাচ্ছে। সবগুলোই কাটটিতে সবাইকে পেছনে ফেলে দিয়েছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //