বিবিসির লাইভ সম্প্রচারে ‘পর্নোগ্রাফিক’ শব্দ

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে নেমেছিল লিভারপুল ও উলভস। খেলা শুরুর ১৩ মিনিটে রেডস মিডফিল্ডার হার্ভে এলিয়টের দুর্দান্ত শটে বল গড়ায় স্বাগতিকদের জালে। পরে আর জালের দেখা না পেলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এদিন বিবিসিতে ম্যাচপূর্ব বিশ্লেষণ পর্বে ছিলেন গ্যারি লিনেকার, পল ইনস ও ড্যানি মারফি। ম্যাচ শুরুর ১০ মিনিট আগে তারা কথা বলছিলেন। সেসময় পর্নোগ্রাফিক অডিওর প্রচার তাদের আলোচনায় বিঘ্ন ঘটায়।

তখন বিষয়টি এড়িয়ে যান লিনেকার। এভারটনের সাবেক ফরোয়ার্ড অ্যালান শিয়েরারকে আলোচক হিসেবে পরিচয় করিয়ে দেন। পরে অডিওর বিষয়ে বলেন, ‘আমি জানি না কে এই শব্দ করছে।’

ঘটনার জেরে সমালোচিত হচ্ছে বিবিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করা হচ্ছে সম্প্রচার মাধ্যমটিকে।

অনাকাঙ্ক্ষিত ঘটনার পর টুইটারে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে বিবিসি। বলেছে, ‘সন্ধ্যায় ফুটবলের লাইভ কাভারেজের সময় বিব্রতকর পরিস্থিতির কারণে কোনো দর্শক ক্ষুব্ধ হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা তদন্ত করছি কিভাবে এটি ঘটেছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //