সান্তোসে পেলের শেষকৃত্যান: যাননি নেইমার

আজ সন্ধ্যায় ২৮ ঘণ্টার শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বিশ্বকাজয়ী ফুটবলের রাজা পেলেকে সমাধি দেওয়া হবে। সান্তোসে চলছে তার শেষকৃত্যানুষ্ঠান। সান্তোসের বিশ্বরেকর্ডধারী ৩২ তলা কবরস্থানে জায়গা নিজেই কিনে রেখেছিলেন তিনি। আজ সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।

শেষ শ্রদ্ধা জানাতে ২৪ ঘণ্টার আয়োজন শুরু হয় বাংলাদেশ সময় গত সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায়। সেখানে ভক্ত-সমর্থকদের ভীড়। কফিনে মোড়ানো পেলেকে ভালোবাসায় ভরিয়ে দিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। পরিবার- বন্ধু-স্বজন। বাদ যাচ্ছে না কেউ। কিন্তু কোথাও দেখা যায়নি নেইমারকে।

প্রিয় মানুষটাকে চোখের জ্বলে বিদায় দিচ্ছে পরিবার। শেষকৃত্যানুষ্ঠানে অশ্রুশিক্ত স্ত্রী মার্সিয়া আওকি ও ছেলে এদিনোয়ো। শতবর্ষী স্মৃতিভ্রষ্ট মা আছেন বাসায়। জানেন না, কি হারিয়েছেন তিনি। তার পাশ দিয়ে গেছে ভক্তদের শোক মিছিল।

পেলে পরিবারের পাশে অভিভাবকের ভূমিকায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সারা বিশ্বকে দিয়েছেন আবেগঘন এক বার্তা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আমরা বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করব তাদের একটি স্টেডিয়াম যেন পেলের নামে নামকরণ করা হয়। শিশুরা যেন পেলের গুরুত্ব বুঝতে পারে।

এদিকে পেলেকে শ্রদ্ধা জানাতে নেইমার সান্তোসে আসবেন, এমন কথা শোনা গেলেও তার বাবা নিশ্চিত করেছেন আসছেন না ব্রাজিল তারকা। তার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন বাবা নেইমার সিনিয়র।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //