আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও স্প্যানিশ তুর্কি ফাবিয়ান রুইসের গোলে গতকাল বুধবার রাতে (১ জানুয়ারি) ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোঁপলিয়েরকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। তবে এদিন দুই দফায় নেওয়া পেনাল্টি শটে ব্যর্থতার কিছুক্ষণ পর চোট পেয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। পরবর্তী ম্যাচের আগে এমবাপ্পে সুস্থ হয়ে উঠবেন কিনা তা নিয়ে শঙ্কায় পড়েছে ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে আগে থেকেই চোটের কারণে দলে নেই নেইমার। তারপর এমবাপ্পের মাঠ ছাড়ার পর স্বাভাবিকভাবে গতকাল ভীষণ চাপ পড়েন লিওনেল মেসি। জয়ে স্বাদ ভুলতে যাওয়া পিএসজিকে এদিন সামনে থেকে পথ দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচে দারুণ সব আক্রমণে নেতৃত্ব দিয়েছেন। একইসঙ্গে গোলও পেয়েছেন। তার সঙ্গে আলো ছড়িয়েছেন ফাবিয়ান রুইস। তাদের নৈপুণ্যে মোঁপেলিয়েকে হারিয়ে লিগ ওয়ানে জয়ে ফিরল পিএসজি।
রুইস দলকে এগিয়ে নেওয়ার পর তার বাড়ানো বল ধরেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। শেষ দিকে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে মোঁপেলিয়ে। তবে যোগ করা সময়ে ওয়ারেন জায়ার-এমেরির গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়ের দল।
রেনের বিপক্ষে ১-০ গোলে হারের পর রাঁসের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে পিএসজি। এই দুই ধাক্কা কাটিয়ে পাওয়া জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরেকটু শক্ত হলো তাদের।
২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে মার্সেই। নিসের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়া লঁস নেমে গেছে তিন নম্বরে, তাদের পয়েন্ট ৪৫।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত পিএসজি। মেসির ফ্রি কিকে ডি-বক্সে সের্হিও রামোসকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। অষ্টম মিনিটে ডানদিকে এমবাপ্পের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকান মোঁপেলিয়ে গোলরক্ষক।
তবে ফরাসি ফরোয়ার্ড শট নেওয়ার আগেই গোলরক্ষক লাইন ছেড়ে বেরিয়ে আসেন। তাই ভুল শুধরে নেওয়ার আরেকটি সুযোগ পান এমবাপ্পে। এবার তার বুলেট গতির শট কাঁপায় বাঁ দিকের পোস্ট। ফিরতি বলেও সুযোগ ছিল, তবে শট লক্ষ্যে রাখতে পারেননি এমবাপ্পে।
২১তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে। প্রাথমিকভাবে মনে হয়েছে সমস্যা হ্যামস্ট্রিংয়ে। ১০ মিনিট পর তাকে অনুসরণ করেন রামোস। এর একটু আগে হেড করতে গিয়ে মাথায় ব্যথা পেয়েছিলেন তিনি। মাঠ ছাড়ার সময় মাথাতেই কোনো সমস্যা হওয়ার ইঙ্গিত দেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
৩৪তম মিনিটে মেসির শট মোঁপেলিয়ের একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তবে আর্জেন্টিনা অধিনায়ক অফসাইডে থাকায় গোল মেলেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে তার শট কাঁপায় পাশের জাল।
৫২তম মিনিটে বলে জালে পাঠান আশরাফ হাকিমি। তবে আক্রমণের এক পর্যায়ে রুইস অফসাইডে থাকায় গোল মেলেনি। তিন মিনিট পর স্প্যানিশ এই মিডফিল্ডারই এগিয়ে নেন দলকে। উগো একিতিকের বাড়ানো থ্রু বল ধরে অনায়াসে জালে পাঠান তিনি।
৬২তম মিনিটে ভিতিনিয়ার শট ব্যর্থ হয় পোস্ট লেগে। এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। রুইসের বাড়ানো বল ধরে গোলরক্ষককে অনায়াসে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি।
কাতারে বিশ্বকাপ জিতে আসার পর প্রতিযোগিতামূলক ফুটবলে এটাই মেসির প্রথম গোল।
শেষ দিকে গোলের জন্য মরিয়া চেষ্টায় ব্যবধান কমায় মোঁপেলিয়ে। ৮৯তম মিনিটে আলভারো মাভিডিডির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে স্কোরলাইন ২-১ করে ফেলেন নুরদিন।
আগের ম্যাচেও শেষ সময়ে গোল হজম করে ড্র করেছিল পিএসজি। এবার এর পুনরাবৃত্তি হতে দেয়নি তারা। যোগ করা সময়ে জায়ার-এমেরির গোলে জয় নিশ্চিত হয় পিএসজির।
উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচে এমবাপ্পেকে পাওয়া নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে গালতিয়ের শিবিরে। আশঙ্কা সৃষ্টি হয়েছে, গুরুতর ইনজুরিতে পড়তে পারেন তিনি।
ধারণা করা হচ্ছে, এমবাপ্পের চোটের অবস্থা জানতে পরীক্ষা করা হবে। তবে এ নিয়ে উদ্বেগ নেই তার। ম্যাচ শেষে ইনজুরিকে পাত্তাই দেননি তিনি। সাধারণত, এতেই হিতে বিপরীত হতে পারে। বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী ফুটবলারের চোট দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh