ভুটানকে উড়িয়ে ফাইনালে বাঘিনীরা

ড্র হলেই ফাইনালে যাওয়া নিশ্চিত। তারপরও মাঠজুড়ে দাপিয়ে বেড়িয়েছেন বাঘিনীরা, মেতেছেন গোল উৎসবে। ভুটানকে উড়িয়ে তারা উঠল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে সহজ প্রতিপক্ষের বিপরীতে ৫-০ গোলে জিতেছে বাংলাদেশ। দলের পক্ষে হ্যাটট্রিক করেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। জোড়া গোল করেন আকলিমা খাতুন।

দিনের আগের ম্যাচে চমক দেখিয়ে ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নেপাল। তাদের বিপক্ষে আগামী বৃহস্পতিবার খেলতে নামবে বাংলাদেশ। আসরে দুই দলের আগের দেখায় স্বাগতিকরা জিতেছিল ৩-১ গোলে।

পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ফাইনাল খেলার ছাড়পত্র পেল গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। ৬ পয়েন্ট অর্জন দুইয়ে থাকা নেপালের। ভারত তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে আসর থেকে। তলানিতে থাকা ভুটানের নামের পাশে কোনো পয়েন্ট নেই। তাদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই।

বেশকিছু সুযোগ হাতছাড়া করার পর ২২তম মিনিটে লিড পায় বাংলাদেশ। দলের পক্ষে প্রথম গোল করার পর দ্বিতীয়ার্ধে আকলিমা আরেকবার লক্ষ্যভেদ করেন। ওই গোলটি আসে ৬০তম মিনিটে।

প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ৩০তম মিনিটে ব্যবধান বাড়ান শামসুন্নাহার। বিরতির পর আরো দুবার জালের ঠিকানা খুঁজে নেন তিনি। ৫৩তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের স্বাদ নেওয়ার পর ৬১তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন।

বাংলাদেশের জয়ের ব্যবধান হতে পারত আরও বড়। সুযোগ নষ্টের মহড়া তো ছিলই। সঙ্গে যোগ হয় পেনাল্টি মিসের আক্ষেপ। ২৫তম মিনিটে স্পট-কিক লক্ষ্য রাখতে পারেননি শাহেদা আক্তার রিপা। শামসুন্নাহার ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় রেফারি বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি।

এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষ দল হিসেবে ফাইনালে ওঠা বাংলাদেশ আসরে কোনো ম্যাচ হারেনি। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে স্বাগতিকদের পয়েন্ট ৭। দুইয়ে থাকা নেপালের পয়েন্ট ৬। তিন ম্যাচে ৪ পয়েন্ট আসর থেকে বাদ পড়েছে ভারত। 

বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারা ভুটানের ঝুলিতে নেই কোনো পয়েন্ট। জয়হীন থেকে যাওয়া দেশটির বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //