৫০ হাজার টাকা বেতন চান সাফজয়ী নারী ফুটবলাররা

সাফজয়ী নারী ফুটবলাররা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে বেতন-ভাতা বাড়ানোর আবেদন জানিয়ে আসছিলেন বেশ কিছুদিন থেকেই।

দুই দিন আগে আবারও সাবিনা-কৃষ্ণারা বাফুফে সভাপতির সঙ্গে দেখা করে  বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি আবার মনে করিয়ে দিয়েছেন। মাসে ৫০ হাজার টাকা বেতনের দাবি তুলেছেন তারা।

মাসিক বেতন শুধু ৫০ হাজার নয়, ম্যাচ ফি ১০০ ডলার করাসহ আরও কিছু সুযোগ-সুবিধা চেয়েছেন জাতীয় নারী দলের ফুটবলাররা। এর মধ্যে মানসম্মত খেলার বুট ও উন্নতমানের খাবারের দাবিও রয়েছে।

আজ রবিবার (১৯ নভেম্বর) এই তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘মেয়েরা দুই দিন আগে এসে দাবি দাওয়া জানিয়ে গেছে। বেতন ও অন্য সুবিধা বাড়াতে বলেছে। আমিও মনে করি তাদের দাবিগুলো যৌক্তিক। তবে আমার কাছে উপায় থাকলে দিয়ে দিতাম।’

মেয়েদের এই চাওয়া নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাফুফে। কাজী সালাউদ্দিন বলেছেন, ‘মেয়েরা ৫০ হাজার টাকা বেতন চেয়েছে। আমি মনে করি ৩৫-৪০ হাজার দেওয়া উচিত। বুট তো অবশ্যই তাদের প্রাপ্য। খাবারের পিছনে একজনের জন্য ৭০০ টাকা যাচ্ছে। তা বাড়াতে হলে ১২০০ টাকা লাগবে। পুরো প্রক্রিয়ার জন্য অনেক টাকা প্রয়োজন। আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এছাড়া আগেও প্রকল্প দেওয়া হয়েছে। এখন দেখা যাক কী হয়।'

উল্লেখ্য, নারী দলের সদস্যরা এখন ১০ থেকে ১৫ হাজার টাকা বেতন পান।

সাম্প্রতিক সময়ে মেয়েদের ফুটবলে স্পন্সর আসছে। এ প্রসঙ্গ ওঠাতেই সালাউদ্দিন বলেছেন, ‘যা পাই তা দিয়ে অনুশীলন ও বেতনসহ তাদের পেছনেই সব চলে যায়। নতুন করে সব দাবি পূরণ করতে হলে অনেক টাকার প্রয়োজন। অর্থ পেলে মেয়েদের সব দাবি পূরণ হবে।’ 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //