বর্ষসেরা একাদশে জায়গা হয়নি রোনালদো ও নেইমারের

বিশ্বসেরা একাদশ ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একাদশে চারজন ফরোয়ার্ড থাকলেও জায়গা হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান তারকা নেইমারের। তবে জায়গা হয়নি বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জেতা এমিলিয়ানো মার্টিনেজেরও।

আক্রমণভাগে আছেন পিএসজির দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। সেখানে তাদের সঙ্গী রিয়াল মাদ্রিদ অধিনায়ক করিম বেনজেমা এবং দুর্দান্ত ছন্দে থাকা ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ড। মিডফিল্ডে আছেন সিটি তারকা কেভিন ডে ব্রুইনে। তার সঙ্গী রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানো কাসেমিরো । আছেন স্প্যানিশ ক্লাবটিতে তার দীর্ঘ দিনের সতীর্থ লুকা মদ্রিচও। 

গোল পোস্টে রিয়ালের থিবো কোর্তোয়া। তিন ডিফেন্ডারের একজন পিএসজির আশরাফ হাকিমি। তার দুই সঙ্গী লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও কিছু দিন আগে সিটি থেকে বায়ার্নে যোগ দেওয়া জোয়াও কানসেলো।

ফিফার বর্ষসেরা একাদশ
গোলরক্ষক: অ্যালিসন বেকার (ব্রাজিল/লিভারপুল)।
ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার (ইংল্যান্ড/লিভারপুল), ডি লিট (নেদারল্যান্ডস/জুভেন্তাস), ফন ডাইক (নেদারল্যান্ডস/লিভারপুল), রবার্টসন (স্কটল্যান্ড/লিভারপুল)।
মিডফিল্ডার: কান্তে (ফ্রান্স/চেলসি), ডি জং (নেদারল্যান্ডস/বার্সেলোনা), কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানসিটি)।
স্ট্রাইকার: সাদিও মানে (সেনেগাল/লিভারপুল), কিলিয়ান এমবাপে (ফ্রান্স/পিএসজি) ও লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //