নতুন চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেবে এ দল। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে পানামা ও কিরাসাওয়ে। এই দুই ম্যাচের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। এই ম্যাচ দিয়েই তিন তারকাসংবলিত জার্সিতে খেলা শুরু করবেন মেসি-ডি মারিয়ারা।

চ্যাম্পিয়নদের স্কোয়াডে অনুমিতভাবেই আছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী পিএসজি তারকা লিওনেল মেসি। ডাকা হয়েছে আনহেল ডি মারিয়া, রদ্রিগো দি পল, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজসহ নিয়মিত মুখদের।

বিশ্বচ্যাম্পিয়ন দলের ২৬ সদস্য ছাড়াও প্রাথমিক দলে আছেন আরও ৮ ফুটবলার। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। ইউনাইটেডের হয়ে দারুণ সময় কাটানোর ফলস্বরূপই মূলত এ পুরস্কার পেলেন তিনি। ম্যানইউর হয়ে সবশেষ ম্যাচেও এক গোল করেছেন তিনি। তাতে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে রেড ডেভিলরা।

২৩ মার্চ পানামার বিপক্ষে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২৮ মার্চ কিরাসাওয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবেন মেসি- ডি মারিয়ারা।

আর্জেন্টিনার ৩৫ সদস্যের দলে যারা রয়েছেন-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেস।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //