ইরানের কাছে হেরে বাঘিনীদের স্বপ্নভঙ্গ

দ্বিতীয় রাউন্ডে ওঠা হলো না মেয়েদের। নারী এএফসি অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় ইরানের কাছে হেরে বাছাই পর্বেই আটকে গেল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। পরের ধাপে জায়গা করে নেওয়ার জন্য বাছাই পর্বের ‘এইচ গ্রুপে’ নিজেদের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের জন্য জয়ই ছিল একমাত্র বিকল্প।

গতকাল রবিবার (১২ মার্চ) কমলাপুর স্টেডিয়ামে ইরানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল জয়। আর ড্র করলেই গ্রুপসেরা হিসাবে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পেয়ে যেত ইরান। এমন ম্যাচে খেলা শেষ হওয়ার ৫ মিনিট বাকি থাকতে নেগিন জানদির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দেশটি। গ্রুপে দুই ম্যাচ জিতে টেবিলে সবার ওপরে ইরান। সমান ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় সেরা হয়েছে বাংলাদেশের মেয়েরা। 

ম্যাচে শক্তিশালী ইরানের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি। নিয়মিত অধিনায়ক গোলমেশিন শামসুন্নাহার জুনিয়রের অভাব তীব্রভাবে ফুটে ওঠে ম্যাচে। লিগামেন্টের চোটের কারণে এই প্রতিযোগিতার দুটো ম্যাচইে খেলতে পারেননি স্বাগতিক অধিনায়ক।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //