আবারও লিওনেল মেসির জাদু দেখল বিশ্ব

আবারও লিওনেল মেসির জাদু। এবার হ্যাটট্রিক উপহার দিলেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। তার থেকে বড় প্রাপ্তি গোলের সেঞ্চুরি। ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের শততম গোলের মাইলফলকে পৌঁছেছেন আর্জেন্টাইন খুদেরাজ।

গতকাল বুধবার (২৯ মার্চ) ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের রেকর্ড গড়ার দিনে কুরাকাওয়ের বিপক্ষে ‘সেভেন আপ’ উৎসব করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। দেশের মাটিতে প্রীতি ম্যাচে দুর্বল প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছে ৭-০ গোলে।

ফুটবল ইতিহাসে প্রথমবার দেখা হয়েছিল আর্জেন্টিনা ও কুরাকাওয়ের। প্রথম দেখার অভিজ্ঞতা ভুলে যেতেই চাবে কনকাকাফ অঞ্চলের দেশটি। কেননা ম্যাচজুড়ে স্বাগতিকদের আক্রমণ ঠেকানো ছাড়া আর কিছুই করতে পারেনি তারা। তবু এড়াতে পারেনি বড় পরাজয়ের লজ্জা। বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে নেমে সব মিলে ২৪টি শট নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। তার মধ্যে ১৭টি ছিল অতিথিদের গোলমুখ বরাবর।

আক্রমণাত্মক ফুটবলের উপহার প্রথমার্ধেই পায় আর্জেন্টিনা। বিরতিতে যায় ৫-০ গোলে এগিয়ে থেকে, যার তিনটিই করেন মেসি। ৩৬ মিনিটে নবম আন্তর্জাতিক হ্যাটট্রিক করেন তিনি। তিনবার জালের দেখা পান মোটে ১৬ মিনিটে। ম্যাচের বিংশ মিনিটে প্রথম গোলেই একশ গোলের মাইলফলকে পৌঁছে যান পিএসজি সুপারস্টার। মিনিটতিনেক বাদে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস গঞ্জালেস। এরপর ফের মেসি শো। ৩৩ ও ৩৭ মিনিটে দুই গোলে পূর্ণ করেন হ্যাটট্রিক।

মেসির দুই গোলের মাঝে ৩৫ মিনিটে লা আলবিসেলেস্তেরা আরও একবার গোলোৎসবে মাতে এনজো ফার্নান্দেজের স্ট্রাইকে। ৫ গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা আর্জেন্টিনা ষষ্ঠ গোলের অপেক্ষা কিছুটা দীর্ঘ হয়। ৭৮ মিনিটে স্কোরলাইন ৬-০ করেন জিওভানি লো সেলসোর বদলি হিসেবে নামা অ্যাঞ্জেল ডি মারিয়া। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে কুরাকাওয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গঞ্জালো মন্তিয়েল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //