ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ বদলের হিড়িক পড়েছে। তাতে অপ্রত্যাশিত এক রেকর্ড হয়েছে ইংল্যান্ডের টপ-ফ্লাইটে। সেখানে এক মৌসুমে সবচেয়ে বেশি কোচ ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে।
লিগটিকে সবশেষ প্রধান কোচের চাকরি হারিয়েছেন গ্রাহাম পটার। তাকে চাকরিচ্যুত করেছে চেলসি কর্তৃপক্ষ। ১২তম কোচ হিসেবে ছাঁটাই হলেন তিনি।
এই ক্লাবটিই মৌসুমে দ্বিতীয়বার কোচ ছাঁটাই করল। এর আগে গত সেপ্টেম্বরে ব্লুজদের ডাগআউট থেকে বিদায় করা হয় থমাস টুখেলকে। চেলসি ছাড়াও দুই কোচকে ছাঁটাই করেছে সাউদাম্পটন।
এছাড়া পরিবর্তন এসেছে বোর্নমাউথ, উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্স, অ্যাস্টন ভিলা, এভারটন, লিডস ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, টটেনহাম হটস্পার এবং লেস্টার সিটির ডাগআউটে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলাধুলা ফুটবল প্রিমিয়ার লিগ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh