অশালীন অঙ্গভঙ্গির জন্য রোনালদোর শাস্তি দাবি

'অশালীন অঙ্গভঙ্গি' এবং প্রতিপক্ষের খেলোয়াড়কে 'রেসলিং'-এর কায়দায় ফেলে দেওয়ায় ম্যাচে হলুদ কার্ড খাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর শাস্তির শঙ্কা আগে থেকেই ছিল। তবে অভিযোগের বিরুদ্ধে হওয়া তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন রোনালদো। 

কিন্তু আল নাসরের পর্তুগিজ উইঙ্গার এত সহজে পার পাচ্ছেন না। তাকে ঘিরে সমালোচনাও থেমে নেই। এবার সৌদি আরবের শীর্ষ আইনজীবী নউফ বিনতে আহমেদ দাবি করেছেন, রোনালদো সৌদি আরবের নিয়ম ভঙ্গ করেছেন। এজন্য পর্তুগালের ফুটবল তারকাকে আইন অনুযায়ী কঠিন শাস্তির দাবিও জানিয়েছেন ওই নারী আইনজীবী। নউফের মতে, একজন বিদেশি হিসেবে রোনালদো যে ধরনের অপরাধ করেছেন, তাতে তাকে গ্রেফতার করা উচিত।

আল হিলালের বিপক্ষের ম্যাচে রেসলিং স্টাইলে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন রোনালদো। আল হিলালের বিপক্ষে গত মঙ্গলবারের (১৮ এপ্রিল) ওই ম্যাচে হারের পর গ্যালারি থেকে ‘মেসি’ স্লোগান শুনে অশালীন অঙ্গভঙ্গি করেন পর্তুগিজ সুপারস্টার। সেই অঙ্গভঙ্গির একটি ভিডিও টুইটারে পোষ্ট করেছেন সৌদি আইনজীবী নউফ বিনতে আহমেদ।

ভিডিওর ক্যাপশনে নউফ বিনতে আহমেদ লিখেছেন, 'রোনালদোকে শাস্তির আওতায় আনা উচিত। সৌদি আরবের আইনভঙ্গ করায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী, শাস্তির পদক্ষেপ নেয়া উচিত। রোনালদো সৌদি আরবের সাধারণ জনগণের সামনে শালীনতা ভঙ্গ করেছেন। এটা ফৌজদারী অপরাধ। ' তাই নিজ উদ্যোগে রোনালদোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নউফ বিনতে আহমেদ।  

এর আগে আল নাসর রোনালদোর পক্ষে এক বিবৃতি দিয়েছিল। সেখানে তারা জানিয়েছিল, ‘রোনালদো ইনজুরিতে ভুগছিলেন। আল হিলালের গুস্তাভো কুয়েলারের সঙ্গে চ্যালেঞ্জের পর সংবেদনশীল জায়গায় চোট পান। এটা নিশ্চিত তথ্য। বাইরের লোকেরা যা মন চায় ভাবতে পারে। ’ 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //