বাছাই মিশনে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় বাঘিনীরা

মঞ্চ প্রস্তুত। প্রস্তুতি সম্পন্ন মেয়েদের। এখন বাছাই মিশনে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা। এই মিশনকে সামনে রেখেই গোলাম রব্বানী ছোটন ও তার শিষ্যরা এখন সিঙ্গাপুরে। দেশটিতে নারী এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে খেলবে মেয়েরা। 

‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশ। তাদের দুই প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৬ এপ্রিল, প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। ৩০ এপ্রিল বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের মেয়েরা।

বাছাই টুর্নামেন্টকে সামনে রেখে রোববার রাত ১০টায় দেশ ত্যাগ করেছেন ছোটন ও তার বাহিনী। সোমবার সকালে সিঙ্গাপুরে পা ফেলেন তারা। ভ্রমণক্লান্তি দূর করতে এ দিন আর মাঠে অনুশীলনে ফেরেননি মেয়েরা। 

তবে আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) রুটিন অনুশীলন শুরু করবেন তারা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল খেলার মাঝেই আছে। গত মাসে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে তারা এবং দলটির অনেকেই সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট খেলেছে। দুটো টুর্নামেন্টই হয়েছিল দেশের মাটিতে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //