কোচের সিদ্ধান্তের তোয়াক্কা না করে সৌদি আরবে মেসি, নাখোশ পিএসজি

পিএসজিতে লিওনেল মেসির নিয়ে বিতর্ক তুঙ্গে। লিগ আঁ-তে সবশেষ ম্যাচে তো পারফরম্যান্স হতাশাজনক ছিলো মেসি। লরিয়েঁর বিপক্ষে সে ম্যাচে পিএসজি হেরে গেছে ৩-১ গোলে।

এরই মধ্যে সৌদি আরবে যেতে ম্যাচের পর ক্লাবের কাছে ছুটি চেয়েছিলেন মেসি, কিন্তু সে আবেদন নাকচ হয়ে যায়। তবুও কোচের নির্দেশ অমান্য করেই সৌদি আরব ভ্রমণে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।

লরিয়েঁর বিপক্ষে ম্যাচের পর দুই দিন ছুটি পাওয়ার কথা ছিল মেসিদের। কিন্তু হারের পর দুই দিনের ছুটি একদিন কমিয়ে ম্যাচের পরদিন অনুশীলন সেশন করার সিদ্ধান্ত নেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

তবে কোচের সিদ্ধান্তের তোয়াক্কা না করেই সৌদি আরবের উদ্দেশে প্যারিস ছাড়েন মেসি।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের শুভেচ্ছাদূত হিসেবে দেশটিতে সফর করছেন মেসি। সপরিবারে ঘুরে দেখছেন সৌদি আরবের নয়ানভিরাম সৌন্দর্য।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানাচ্ছে, দলের দুঃসময়ে এমন ভ্রমণে পিএসজির অন্দরমহল যেমন নাখোশ, তেমনি ক্ষোভ রয়েছে ক্লাব সমর্থকদেরও। সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় প্রায়ই পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয় মেসিকে। নতুন এই ঘটনার ফলে সমর্থকদের সঙ্গে মেসির সম্পর্কের আরও অবনতি বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //