অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: রাতে যেভাবে দেখবেন ব্রাজিলের হাইভোল্টেজ ম্যাচ

কাতার বিশ্বকাপের কোয়াটার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ তে হেরে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। সিনিয়ররা হারের ভিতর থাকলেও ব্রাজিল যুবরা আছে বেশ ছন্দে। বিশ্বকাপে ম্যাচে নামার আগে হারের দেখা পায়নি তারা। তাই নিজেদের শক্তিমত্তা নিয়ে আজ হেক্সা মিশনে নামবে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আজ আর্জেন্টিনার মেন্ডোজার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে শক্তিশালী ইতালির বিপক্ষে মাঠে নামবে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী ব্রাজিল। আর ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। ফিফা বিশ্বকাপের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেরও পাঁচবারের চ্যাম্পিয়ন সেলেসাওরা। 

ব্রাজিল ভক্তদের জন্য লিওনেল নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীদের এই ম্যাচটি সরাসরি দেখা যাবে ভারতের সনি টেন৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ(Sony LIV)। এছাড়া সরাসরি লাইভ স্কোর ফোটমোবে(fotmob) দেখতে, এখানে ক্লিক করুন- লিংক (fotmob), অন্যদিকে ব্রাজিল এবং ইতালির যুবাদের ম্যাচটি সরাসরি অনলাইনে দেখার ব্যবস্থা রেখেছে ফিফা প্লাস। দেখতে এখানে ক্লিক করুন-ফিফা প্লাসে(fifaplus)

এদিকে ১৯৭৭ সালে চালু হওয়া ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ২৩তম আসর বসেছে আর্জেন্টিনার মাটিতে। ২০ মে থেকে শুরু হওয়া এই আসর চলবে ১১ জুন পর্যন্ত। টুর্নামেন্ট আর্জেন্টিনায় বিধায় নিশ্চিতভাবেই কিছুটা সুবিধা পাবে ব্রাজিলের যুবারা। কেননা পার্শ্ববর্তী দেশ হওয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার কন্ডিশন প্রায় একই।   

এদিকে ব্রাজিলের পাশাপাশি শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আরও ৬টি দল। রাত ১২টায় নাইজেরিয়ার বিপক্ষে ডমিনিক রিপাবলিক ও একই সময়ে কলম্বিয়ার মুখোমুখি হবে ইসরাইল। রাত ৩টায় আরেক ম্যাচে সেনেগালের প্রতিপক্ষ জাপান।

২৪টি দল, ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করছে ২৩তম আসরের ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

অপরদিকে সেলসাওরা তাদের পরের ম্যাচ খেলবে ২৫ মে ডমিনিকান রিপাবলিক বিপক্ষে। বাংলাদেশ সময় রাত তিনটায়। এছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ২৮ মে নাইজেরিয়া বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১২টায়।

এই বিশ্বকাপে সর্বোচ্চ ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার।

ব্রাজিল স্কোয়াড

মাইকেল, কাইক পেরেইরা, কাউয়া সান্তোস, রবার্ট রেনান, কাইকি, মিশেল, কাইকি, আর্থার, আন্দ্রে, রোনাল্ড, আন্দ্রে সান্তোস, মারলন গোমেজ, ম্যাথিউস মার্টিন্স, পেদ্রিনহো, কেভিন, জিওভানি, স্যাভিও, বিরো, মার্কোস লিওনার্দো, ম্যাথিউস নাসিমেন্তো ও জিওভেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //