ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসির সাথে লড়বেন যারা

ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ৬৭তম ব্যালন ডি’অর এর ৪ মাস বাকি। এরই মধ্যে এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ইতোমধ্যে এ মাসিক তালিকা প্রকাশ করেছে সংবাদমাধ্যম গোল ডটকম। এ তালিকায় শীর্ষ পাঁচে রয়েছেন যারা-

এ তালিকার প্রথম স্থানে আছেন লিওনেল মেসি। ২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত ৩৭ গোল এবং ২৫ অ্যাসিস্ট করেছেন তিনি। এবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন ফুটবলের এ মহাতারকা। ক্লাবের পক্ষে ট্রফি দেস চ্যাম্পিয়নসও জিতেছেন মেসি। পিএসজিকে লিগ ওয়ান শিরোপা এবং ফ্রেঞ্চ কাপ জেতার দৌড়ে রেখেছেন তিনি। ফলে এবারও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে প্রথমে আছেন ফুটবল জাদুকর। এ বছর অষ্টমবারের মতো ফুটবলের সেরা পুরস্কার শোকেসে ভরবেন ৩৫ বছর বয়সী ফুটবলার।

দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার অর্লিং হালান্ড। এখন পর্যন্ত ৫৩ গোল এবং ৮ অ্যাসিস্ট করেছেন তিনি। ব্যালন ডি’অর জয়ে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ২২ বছর বয়সী তরুণ।

এ তালিকার তৃতীয় স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে। চলতি সিজনে ৫২ গোল এবং ১৩ অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলকে কাতার বিশ্বকাপের ফাইনালে তোলেন ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। পিএসজিকে ট্রেবল জয়ের পথে রেখেছেন তিনি। ফলে ব্যালন ডি’অর জিততে পারেন ক্ষীপ্রগতির এ ফুটবলারও।

তালিকায় চতুর্থ স্থানে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র। ২০২২-২৩ মৌসুমে ২৪ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন তিনি। কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপও জিতেছেন ভিনিসিয়াস। ফলে এ বছর ব্যালন ডি’অর জয়ের দাবিদার তিনিও। 

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এ মৌসুমে এখন পর্যন্ত ২৯ গোল ও ৬ অ্যাসিস্টি করেছেন তিনি। ভিনিসিয়াসের মতো কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন বেনজেমাও। যে কারণে ২০২৩ ব্যালন ডি’অর পেতে পারেন তিনিও।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //