ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশন্স লিগের চ্যাম্পিয়ন স্পেন

প্রথমবারের মতো নেশন্স লিগের শিরোপা জিতল স্পেন। গতকাল রবিবার (১৮ জুন) উয়েফা নেশন্স লিগে টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতলো চ্যাম্পিয়নরা।

টানটান উত্তেজনাপূর্ণ উয়েফা নেশন্স লিগের ফাইনালে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট মোট ১২০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোন দলই। 

অবশেষে টাইব্রেকারে বাজিমাত করে লুইস দে লা ফুয়েওন্তের দল। প্রথম চার শটে গোল করে দুই দলই। ক্রোয়েশিয়ার ব্রুনো পেতকোভিচের পঞ্চম শটটি স্পেনের গোলরক্ষক ঠেকিয়ে দিলে এগিয়ে যায় স্পেন।

এরপর পঞ্চম শটে দানি কারভাহাল নিখুঁত শটে লক্ষ্যভেদ করলে উল্লাসে ফেটে পড়ে স্পেনিশরা।  ১১ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার মিষ্টি স্বাদ পেল তারা।

এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফেদেরিকো দিমার্কো ও দাভিদে ফ্রাত্তেসির গোলে প্রথম ২০ মিনিটেই ২-০তে লিড নেয় ইতালি। ম্যাচের ৬৮ মিনিটে স্টিভেন বেরহাসের গোলে ব্যবধান কমায় নেদারল্যান্স। 

এরপর ৭২ মিনিটে ফেদরিকোর গোলে ৩-১ এ লিড নেয় ইতালি। ৮৯ মিনিটে জর্জিনিয়ে ভেইনালডামের গোলে ব্যবধান ৩-২ এ কমালেও হার এড়াতে পারেনি ডাচরা।

২০১০ সালে বিশ্বকাপ জেতা স্পেন তিনবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতলেও নেশন্স কাপের শিরোপাটি অধরাই ছিল তাদের। এবার সেই শিরোপা জয়ের স্বাদও পেল তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //