নারী ফুটবল দলের প্রধান কোচ হলেন টিটু

জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ হিসেবে সাইফুল বারী টিটুর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিটু কাজ শুরু করবেন ১ আগস্ট থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।

গোলাম রব্বানী ছোটন দায়িত্ব ছাড়ার পর নারী দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহবুবুর রহমান লিটু।

এবার লিটুর স্থলাভিষিক্ত হবেন টিটু। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। ওই প্রতিযোগিতায় বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু। 

বুধবার কিরণ গণমাধ্যমকে বলেন, ‘আপনারা জানেন যে অনেক দিন থেকে আমাদের কোচ নেই।

আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি প্রায় ৭-৮ মাস ধরে। ছোটন ভাই চলে গেছেন, এখন (টেকনিক্যাল ডিরেক্টর) পলও (স্মলি) চলে গেছেন। সামনে আমাদের দুটি টুর্নামেন্ট আছে। একটা হচ্ছে জাতীয় দলের এশিয়ান গেমস, আরেকটা এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব।

তাই সামনের এশিয়ান গেমসের জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং টিটু ভাইকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিচ্ছি।’

২০২২ সালের সেপ্টেম্বরে গোলাম রব্বানী ছোটনের অধীনে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ নারী দল। দলকে চ্যাম্পিয়ন করার মাত্র আট মাস পরই কোচের পদ থেকে সরে দাঁড়ান ছোটন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //