এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ

১৯তম এশিয়ান গেমসে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। এই গ্রুপে আরও রয়েছে ভারত ও চীনের মতো শক্তিশালী দল। এছাড়াও আছে মিয়ানমারও। আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।

আজ বৃহস্পতিবার (২৬ জুলিই ) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়।

এই গেমসের জন্য ২২ সদস্যের  দল আগেই ঘোষণা করেছে বাংলাদেশ। জামাল ভূঁইয়া, ইব্রাহিম ও রবিউল তিনজন সিনিয়র খেলোয়াড় আর স্কোয়াডের বাকি সবাই অনূর্ধ্ব -২৩ বয়সী। ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর হবে ফুটবলের ম্যাচগুলো।

অন্যদিকে, বাংলাদেশ নারী দল খেলবে ‘ডি’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে ভিয়েতনাম, নেপাল ও জাপান।

বাংলাদেশ পুরুষ দলের স্কোয়াড-
ফরোয়ার্ড: রবিউল হাসান, মো. ইব্রাহমি, ফয়সাল আহমদে ফাহমি, রফকিুল ইসলাম, পয়িাশ আহমদে নোভা, সারোয়ার জামান নপিু ও জাফর ইকবাল।
মধ্যমাঠ: আবু সাইদ, তাজ উদ্দনি, শহদিুল ইসলাম, জায়দে আহমদে, জামাল ভূঁইয়া।
রক্ষণভাগ: ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, আতিকুজ্জামান, রাজিব হোসেন, শাহিন আহমেদ।
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবন, পাপ্পু হোসেন।







সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //