রোনালদোর সাথে জুটি বাধছেন সাদিও মানে

গতকাল মঙ্গলবার (১ আগস্ট) রাতে আনুষ্ঠানিকভাবে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সেনেগালিজ উইঙ্গার সাদিও মানে। সৌদি ক্লাবটিতে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ হিসেবে দেখা যাবে তাকে। জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন সেনেগালিজ ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল মঙ্গলবার (১ আগস্ট) রাতে মানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর। ক্লাবটির টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় দুইবারের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় মানে বলেন, ‘এই ক্লাবের অংশ হতে পেরে আমি দারুণ খুশি। আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনাদের দেখতে তড় সইছে না আমার।’

আল নাসরে ১০ নম্বর জার্সি পরে খেলবেন মানে।

জার্মান সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, আল নাসরের সঙ্গে মানের চুক্তির আর্থিক মূল্য ২৪ মিলিয়ন পাউন্ড। এর সঙ্গে যুক্ত হবে ১০ মিলিয়ন বোনাসও। 

'স্কাই স্পোর্টস' জানিয়েছে, আল নাসরে মানের সাপ্তাহিক বেতন হবে ৬ লাখ ৫০ হাজার পাউন্ড, যা তাকে সৌদি আরবে সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়দের তালিকায় জায়গা করে দিয়েছে। সবমিলিয়ে বছরে মানের বেতন ৩৪ মিলিয়ন পাউন্ড। আল নাসরে মানের চেয়ে বেশি বেতন পাচ্ছেন রোনালদো। সবমিলিয়ে সপ্তাহে তাঁর বেতন প্রায় ৩.৪ মিলিয়ন পাউন্ড। বছরের হিসাবে যা প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ফুটবলারও তিনিই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //