ইন্টার মায়ামির অনুশীলন মাঠ ফোর্ড লডারহিলে অনুশীলনের সময় পায়ের গোড়ালি মচকে গেছে লিওনেল মেসির। একটি পাসিং ড্রিলসে অংশ নেওয়ার সময় হঠাৎ বাঁ পায়ের গোড়ালিতে আটকে পড়েন তিনি। এ সময় অস্বস্তি নিয়েই মাঠ ছাড়েন মেসি।
যদিও মেসির এমন চোট নিয়ে দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন মায়ামি কোচ টাটা মার্টিনো।
মেসি প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি এটা গুরুতর কিছু হতো, তাহলে আমি নিশ্চিত যে সবাই চিন্তিত হয়ে পড়ত। আমিই কেবল সেশনের অংশে ছিলাম কারণ পরে একটি মিটিং করেছি এবং প্রস্তুতি শেষ করছি। তাই ঠিক কী ঘটেছে তা দেখতে পাইনি। যেহেতু সবাই স্বাভাবিক ছিল, আমার ধারণা তেমন কিছুই হয়নি।’
তবে মেসি শতভাগ ফিট কি না, সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি মায়ামি কোচ। ম্যাচের যেহেতু খুব বেশি সময় বাকি নেই, তাই মেসি শতভাগ ফিট না থাকলে তা বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে মায়ামির জন্য। কারণ দলটির আক্রমণভাগের নেতৃত্বে যে এই ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড।
মায়ামির পাশাপাশি মেসি নিজেও আছেন দুর্দান্ত ছন্দে। ৫ ম্যাচেই গোল করেছেন ৮টি। এর আগে, গত শুক্রবার শার্লট এফসিকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মায়ামি। আগামীকাল ভোর ৫টায় ফিলাডেলফিয়ার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে মায়ামি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh