প্লে-অফে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলো বসুন্ধরা

শারজাহ এফসির কাছে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এক ম্যাচের প্লে-অফে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে এখন এএফসি কাপে খেলবে তারা। 

শক্তিমত্তায় বাংলাদেশের বসুন্ধরা কিংসের চেয়ে অনেক এগিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এফসি । শারজায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক বাছাইয়ের ম্যাচে অবশ্য বসুন্ধরা কিংস যথেষ্টই লড়েছে। শেষ পর্যন্ত শারজাহর ব্রাজিলিয়ান লুয়ান পেরেইরার জোড়া গোলে হেরেছে বসুন্ধরা। 

গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) প্রথমার্ধের ইনজুরি মিনিটে পেরেরার গোলে লিড নিয়েছিলো স্বাগতিক শারজাহ। বিরতির পরপর দুর্দান্তভাবে খেলায় ফিরেছিলো বসুন্ধরা কিংস। প্রথম পনেরো মিনিট বেশ কয়েকটি আক্রমণ করেছিলো অস্কারের শিষ্যরা। ডরিয়েল্টন ও মিগুয়েল ফেরেইরা গোলের নিশ্চিত দুইটি সুযোগও পেয়েছিলেন। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন কিংস ফরোয়ার্ডরা।

সুযোগ পেলেও বসুন্ধরা সমতা আনতে পারেনি। উলটো ম্যাচের ৭৩তম মিনিটে পেরেরা আরেকটি গোল করেন। দুই গোলে পিছিয়ে পড়ার মিনিট দশেক পর  বসুন্ধরার কোচ অস্কার তিনজন ফুটবলার একসঙ্গে নামান। নব্বই মিনিট শেষে অতিরিক্ত সময়ে আরও দুই ফুটবলার নামালেও গোল পায়নি বাংলাদেশের দলটি। 

ম্যাচে কিংসের পারফরম্যান্স অনুযায়ী একটি গোল অত্যন্ত প্রত্যাশিত ছিলো সবার। ম্যাচের ব্যবধান আরও বেশি বাড়েনি এর কৃতিত্ব গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দিতে হয়। প্রথমার্ধের ত্রিশ মিনিটের মধ্যে দুর্দান্ত দুইটি সেভ করেন তিনি। দ্বিতীয়ার্ধেও তিনি আরও কয়েকটি ভালো সেভ দেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //