হাসপাতালে কিংবদন্তি ফুটবলার মারিও জাগালো

ব্রাজিলের ‘ওল্ড উলফ’ বা বুড়ো নেকড়ে নামে পরিচিত মারিও জাগালো হাসপাতালে ভর্তি হয়েছেন। মূত্রনালির সংক্রমণে ভুগছেন তিনি।

৯২তম জন্মদিন পালন করেছেন মাত্র এক সপ্তাহ আগে। এর মধ্যেই ব্রাজিলের ফুটবল কিংবদন্তি মারিও জাগালোকে হাসপাতালে ভর্তি হতে হলো।

স্থানীয় সময় গত মঙ্গলবার (১৫ আগস্ট) রিও ডি জেনিরোর বারা ডি’অর হাসপাতালে ভর্তি হন জাগালো।

চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা এখন ‘স্থিতিশীল’ এবং শ্বাস-প্রশ্বাস নিতে ‘সাহায্য লাগছে না’। তবে তাকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

এক বছরের কিছু বেশি সময় আগে একই হাসপাতালের সেমি-ইনটেনসিভ কেয়ারে চিকিৎসা নিতে হয়েছিল জাগালোকে। সেবার দুই সপ্তাহ ছিলেন হাসাপতালে।

১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের সঙ্গে খেলে ব্রাজিলকে বিশ্বকাপ উপহার দিয়েছেন জাগালো। এরপর ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন। অনেকের চোখে ব্রাজিলের ওই দলটাকে ইতিহাসের সেরা দল হিসেবে বিবেচিত হয়ে থাকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //