খেলা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই বেশ আলোচনায় থাকেন ব্রাজিরিয়ান পোস্টর বয় নেইমার জুনিয়র। সম্প্রতি তিনি ইউরোপ ছেড়ে সৌদি প্রো লীগে যোগ দিয়েছেন নেইমার। এতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ‘নাটক’ আর দেখতে হবে না বলে খুশি হয়েছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার পল ব্রাইটনার। বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদে খেলা এই সাবেক মিডফিল্ডারের চোখে, বিশ্বের অন্যতম ভুয়া ফুটবলার নেইমার।
পিএসজি ছেড়ে ২ বছরের চুক্তিতে সৌদি প্রো লীগের দল আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। আর ব্রাজিলিয়ান ফুটবলারকে কেনায় আল হিলালকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ বিশ্বকাপজয়ী পল ব্রাইটনার। গত মঙ্গলবার জার্মানির টিভি অনুষ্ঠান ‘ব্লিকপাঙ্ক স্পোর্ট’ এ তিনি বলেন, নেইমারকে কেনার জন্য অ্যারাবিয়ানদের ধন্যবাদ জানাই। সে সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বের অন্যতম ভুয়া ফুটবলার।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বড় মাপের খেলোয়াড় উল্লেখ করে পল ব্রাইটনার বলেন, হ্যাঁ সে বড় মাপের খেলোয়াড়। কিন্তু সব সময় নাটকই করে গেলো। তাকে যে আর সহ্য করতে হবে না, সে কারণে আপনাদের (আল হিলাল) কাছে আমরা কৃতজ্ঞ।
এছাড়া সৌদি গিয়ে নেইমারকে অভিনয় ছেড়ে খেলার প্রতি মনোযোগ দেওয়ারও পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে ২১ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি দেন নেইমার। এরপর ২০১৭ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নেইমারকে কিনে নেয় পিএসজি। ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ছিলো নেইমারের কিন্তু চুক্তি শেষ হবার আগেই ৯ কোটি ইউরোয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনেছে আল হিলাল। প্রো লীগের ক্লাবটিতে বার্ষিক ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার।
ইতোমধ্যেই তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে আল হিলাল। তবে চোটের কারণে ক্লাবটির হয়ে এখনো অনুশীলনই করতে পারেননি নেইমার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নেইমার পল ব্রাইটনার ফুটবল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh