ব্যস্ত সূচিতে টানা খেলার কারণে ক্লান্তিও ভর করেছে লিওনেল মেসির ওপর। যেকারণে মেজর সকার লিগে (এমএলএস) ইন্টার মায়ামির আগামী ম্যাচে খেলবেন না তিনি। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে জাতীয় দল আর্জেন্টিনার সবশেষ ম্যাচেও খেলেননি এই ফুটবল জাদুকর।
বাংলাদেশ সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে মায়ামি।
মায়ামির কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, মেসি কোনো চোটে ভুগছেন না। তবে শারীরিকভাবে কিছুটা অস্বস্তি বোধ করছেন তিনি। তাছাড়া, ব্যস্ত সূচিতে টানা খেলার কারণে ক্লান্তিও ভর করেছে তার ওপর। মায়ামির জার্সিতে অভিষেকের পর ৪৫ দিনের মধ্যে মোট ১১টি ম্যাচ খেলেন ৩৬ বছর বয়সী তারকা।
আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের এবারের ধাপে দুটি ম্যাচ ছিল আর্জেন্টিনার। ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে মেসির লক্ষ্যভেদে ১-০ গোলে জিতে শুভ সূচনা করে আলবিসেলেস্তেরা। ওই ম্যাচের শেষদিকে অস্বস্তি বোধ করায় মাঠ থেকে উঠে যান তিনি। এরপর দলের সঙ্গে বলিভিয়ায় উড়ে গেলেও স্কোয়াডেই ছিলেন না। বেঞ্চে বসে তিনি উপভোগ করেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ গোলের জয়।
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৫ ক্লাবের মধ্যে ১৪ নম্বরে আছে মায়ামি। ২৬ ম্যাচে তাদের অর্জন ২৮ পয়েন্ট। প্লে-অফে জায়গা করে নিতে হলে পয়েন্ট তালিকার সেরা নয়ের মধ্যে থাকতে হবে তাদের। বর্তমানে নবম স্থানে আছে ডিসি ইউনাইটেড। মায়ামির চেয়ে দুই ম্যাচ বেশি খেলে তারা পেয়েছে ৩৪ পয়েন্ট।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh