বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই লিড বাংলাদেশের

বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। শক্তিশালী মালদ্বীপের বিপক্ষে শুরুতেই লিড নিয়েছে বাংলাদেশ। ম্যাচের একাদশ মিনিটেই রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় মিনিটের মাথায় ডিফেন্ডার শাকিলের ভুলে ডি বক্সের ভেতর ফাকায় বল পেয়ে যায় মালদ্বীপ। তবে শেষ পর্যন্ত বিপদ ঘটেনি। ব্যাক টু ব্যাক কর্ণার পেলেও সুবিধা করতে পারেনি সফরকারীরা।

সপ্তম মিনিটে দুর্দান্ত এক সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ। সোহেল রানার বাড়িয়ে দেওয়া বল জামাল ভুঁইয়া ডি বক্সের ভেতরে নিয়ে ঢুকলেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারননি টাইগার দলপতি। যার ফলে গোলবঞ্চিত থাকতে হয় স্বাগতিকদের।

তবে চার মিনিট পর সফলতার দেখা পায় স্বাগতিকরা। ফাহিমের পাস ধরে দুর্দান্ত এক গোলে দলকে লিড এনে দেন রাকিব হোসেন।

এদিকে, প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে সমতা নিয়ে মাঠ ছেড়েছিলো। সেই ম্যাচের একাদশে আজ তারা একটি পরিবর্তন এনেছে। সাদকে জায়গা দিতে গিয়ে একাদশের বাইরে রয়েছেন ইসা ফয়সাল। 

বাংলাদেশ একাদশ:

মিতুল মারমা (গোলরক্ষক), শাকিল, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, মো. হৃদয়, সোহেল রানা, রাকিব হোসেন, সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //