চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে যে যার মুখোমুখি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের লিওনে আজ সোমবার (১৮ ডিসেম্বর) এ ড্র অনুষ্ঠিত হয়।

ড্র’তে ম্যানচেস্টার সিটি, পিএসজির তুলনায় অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা কিছুটা কঠিন প্রতিপক্ষ পেয়েছে। রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখের সামনেও খুব বড় চ্যালেঞ্জ নেই।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল ও দুইয়ে থাকা দলকে দুই পটে রাখা হয়। একই লিগে খেলা দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে না। আবার গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হওয়া দলও শেষ ষোলোয় প্রতিপক্ষ হচ্ছে না। আগামী ১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট রাউন্ডের প্রথম লেগ শুরু হবে। দ্বিতীয় লেগ হবে ৫ মার্চ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র 
আর্সেনাল - পোর্ত
বার্সেলোনা - নাপোলি
রিয়াল সোসিয়েদাদ - পিএসজি
অ্যাথলেটিকো মাদ্রিদ - ইন্টার মিলান
বরুশিয়া ডর্টমুন্ড - পিএসভি
বায়ার্ন মিউনিখ - ল্যাজিও
ম্যানচেস্টার সিটি - এফসি কোপেনহেগেন
রিয়াল মাদ্রিদ - আরবি লাইপজিগ

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //