রিয়ালের হোঁচট, স্বস্তিতে বার্সা-জিরোনা

লা লিগায় হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। আক্রমণ ভাগের মূল তারকা জুড বেলিংহ্যামকে ছাড়া রবিবার লীগ ম্যাচে রায়া ভায়াকোনোর বিপক্ষে খেলতে নেমেছিল লস ব্লাংকোসরা। প্রতিপক্ষের মাঠে একাধিক সুযোগ মিসের ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

এ মৌসুমে লা লিগায় রিয়ালের এটি পঞ্চম ড্র। ড্রয়ের হতাশা দলটির আরো বাড়ে শেষ মুহূর্তে দানি কারভাহাল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে।

দুর্দান্ত ছন্দে থাকার রিয়াল মাদ্রিদের অবশ্যই দিন ম্যাচের শুরুটা ভালোই হয়েছিল ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে লিড এনে দিয়েছিলেন হোসেলু। ২৭ মিনিটে দি তমাসের পেনাল্টিতে সমতায় ফেরে ভায়েকানো। এরপর একাধিক সুযোগ পেলেও আরে এগিয়ে যেতে পারেনি রিয়াল। রক্ষণভাগে বেলিংহ্যামের অনুপস্থিতির দলটিকে বেশ ভুগিয়েছে।

ম্যাচের অতিরিক্ত সময়ে লালকার্ড দেখেন কারভাহাল। ভায়ায়াকানো তারকা কিকে পেরেজকে কনুই দিয়ে আঘাতের দায়ে ম্যাচ রেফারি তাকে মাঠাছাড়া নির্দেশনা দেন।

রিয়াল এই ম্যাচে পয়েন্ট হারানোয় কিছুটা হলেও টিকে থাকলো জিরোনা-বার্সেলোনার লীগ জয়ের স্বপ্ন। লস ব্লাংকোসরা এই ম্যাচে জিতলে দুইয়ে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যেত, তিনে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যাবধান বেড়ে দাঁড়াত ১০ এ।

নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই ড্রয়ের পর ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট রিয়ালের। এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৫৬। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা। দুই দলই চাইবে পরের ম্যাচে জয় নিশ্চিত করে পয়েন্ট ব্যবধান আরও কমানোর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //