লা লিগায় গোল-লাইন প্রযুক্তি না থাকাটা অপমানের: জাভি

লা লিগায় গোল-লাইন প্রযুক্তি না থাকাটা অপমানজনক বলে ক্ষুব্ধ মন্তব্য করেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। গতকাল রবিবার (২১ এপ্রিল) এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-২ গোলে পরাজয়ের পর এ মন্তব্য করেন তিনি। 

প্রসঙ্গত, খেলা চলাকালীন কর্নার থেকে লামিন ইয়ামালের শট মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রি লুনিন অনেকটাই পোস্টের ভিতর থেকে রক্ষা করেন। কিন্তু কোন ধরনের গোল-লাইন প্রযুক্তি না থাকায় বলটি শেষ পর্যন্ত গোললাইন অতিক্রম করেছিল কিনা তা নিয়ে শঙ্কা দেখা দেয়। 

বার্সেলোনা অবশ্য এর বিরুদ্ধে জোড় প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি বলটি গোললাইন অতিক্রম করেছিল। কিন্তু ভিএআর তাদের দাবী নাকচ করে দেয়।

ঐ সময় ম্যাচের স্কোর ছিল ১-১। এ ব্যপারে ম্যাচ শেষে অভিযোগ করে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘বিষয়টি অপমানজনক। প্রিমিয়ার লিগ কিংবা লা লিগার মত শীর্ষ লিগগুলোতে এই ধরনের প্রযুক্তি না থাকা মেনে নেয়া যায়না। আমরা যদি বিশ্বের সেরা লিগ খেলার দাবী করে থাকি তবে আমাদের আধুনিক প্রযুক্তির শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রযুক্তির সাথে অবশ্যই তাল মিলিয়ে চলতে হবে।’

বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানও কোচের এই বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেছেন, ‘এটা ফুটবলের জন্য লজ্জাজনক। আমার বলার কোন ভাষা নেই। এখন বিশ্বে সবার কাছেই অর্থ আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য কোন অর্থ নেই।’

জাভি আরো বলেন, ‘মাদ্রিদ একটি অসাধারণ লিগ খেলেছে। প্রায় শিরোপা কাছাকাছি তারা পৌঁছে গেছে। আমি মনে করি আজকের ম্যাচে আমাদের অবশ্যই জয়ী হওয়া উচিৎ ছিল। ম্যাচের আবহ অন্তত তাই বলে। দারুণভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। তিন পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল।’

এর আগে বুধবার ম্যানচেস্টার সিটিকে পেনাল্টিতে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে মাদ্রিদ। এ সম্পর্কে মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমি সত্যিই দারুণ গর্বিত। কারণ, পরপর আমরা  দুটি বড়  ম্যাচ  খেলেছি। এখন আমাদের মৌসুমের শেষ অংশের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা এই মুহূর্তে অনেকটাই স্বস্তিদায়ক অবস্থানে আছি।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //