যে দলগুলো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কখনোই হারেনি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ, যা সংক্ষেপে ইউসিএল নামে পরিচিত। বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি এটি ইউরোপীয় সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা, যেখানে ইউরোপীয় জাতীয় অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত জাতীয় লিগের বিজয়ী দল (কিছু ক্ষেত্রে রানারআপ বা তৃতীয় স্থান অধিকারী দল) অংশগ্রহণ করে থাকে। ১৯৯২ সালে ইউরোপের এই ক্লাব প্রতিযোগিতার নামকরণ হয় চ্যাম্পিয়নস লিগ।

৬৮ বছরের পুরনো এই প্রতিযোগিতা ৯২-এর আগে ইউরোপিয়ান কাপ নামে পরিচিত ছিল। শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় সর্বাধিক ১৭ বার ফাইনালে খেলেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে ১৪ বারের শিরোপাজয়ী লস ব্ল্যাঙ্কোসরা। তবে ইউরোপীয় ক্লাব ফুটবলের এই প্রতিযোগিতার ফাইনালের প্রসঙ্গ এলে নটিংহাম ফরেস্ট, পোর্তো, অ্যাস্টন ভিলা, রেডস্টার বেলগ্রেড, ফেইনুর্দ ও পিএসভি আইন্দহফেন-এই ক্লাবগুলোর নাম বিশেষভাবেই নিতে হবে। কারণ ফাইনালে এই ক্লাবগুলোর হারের কোনো ইতিহাসই নেই। ফাইনালের শতভাগ রেকর্ডের জন্য রিয়াল মাদ্রিদের ঈর্ষা তারা পেতেই পারে। 

ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্ট ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মৌসুমে টানা দুইবার ইউরোপিয়ান কাপের ফাইনালে খেলেছিল। দুইবারই তারা শিরোপা জয় করে। ১৯৭৮-৭৯ মৌসুমে মালমোকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে তারা। পরের মৌসুমে তারা হামবুর্গকে ওই একই ব্যবধানে (১-০ গোলে) হারিয়ে শিরোপা জেতে।

২০০৩-০৪ মৌসুমে জোসে মরিনিওর কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল পর্তুগিজ ক্লাব পোর্তো। ফাইনালে মোনাকোকে ৩-০ গোলে হারায় তারা। দলটি প্রথম ইউরোপীয় ক্লাব ফুটবলের ফাইনালে উঠেছিল ১৯৮৭ সালে, চ্যাম্পিয়নস লিগ নামকরণের পাঁচ বছর আগে। ভিয়েনার সেই ফাইনালে পোর্তো ৩-১ গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়ে হয়েছিল ইউরোপ-সেরা। নটিংহাম ফরেস্ট ও পোর্তোর মতো শতভাগ ফাইনাল জেতা ক্লাবগুলোর মধ্যে আছে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাও। 

সাবেক যুগোস্লাভিয়ার (বর্তমানে সার্বিয়া) রেডস্টার বেলগ্রেড এক সময় ইউরোপীয় ক্লাব ফুটবলে বড় শক্তি হিসেবে পরিচিত ছিল। দলটি ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল ১৯৯০-৯১ মৌসুমে। ঐ একবারই। সেবার ইতালির বারির ফাইনালে মার্শেইকে টাইব্রেকারে (৫-৩) হারিয়ে শিরোপা জিতেছিল তারা। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেন ফাইনালে শতভাগ জয়ের রেকর্ডের আরেকটি ক্লাব। ১৯৮৭-৮৮ মৌসুমে ইউরোপিয়ান কাপের ফাইনালে একবারই খেলেছিল তারা। সেবার বেনফিকাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল তারা।

এই কয়েকটি ক্লাবের বাইরে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সবচেয়ে বেশি জয়ের হার রিয়াল মাদ্রিদের। ১৭ বার ফাইনাল খেলা রিয়াল শিরোপা জিতেছে ১৪ বার। হেরেছে তিনটি ফাইনালে। ফাইনাল জেতার হার ৮২.৪ শতাংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //