বরখাস্ত হলেন জাভি, জানা গেল নতুন কোচের নাম

চলতি বছরের শুরুতেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। কিন্তু বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা থেকে যাওয়ার অনুরোধ করলে নিজের মত পরিবর্তন করেন জাভি। ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি, গত এপ্রিলে বিষয়টি নিশ্চিত করেন জাভি ও লাপোর্তা। কিন্তু লা লিগার চলতি মৌসুমের শেষ ম্যাচের আগে বরখাস্ত হলেন বার্সার সাবেক এই তারকা।

আজ শুক্রবার (২৪ মে) নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষের আলোচনার ভিত্তিতে ২০২৪-২৫ মৌসুমে জাভির আর কোচ হিসেবে না থাকার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই বৈঠকে জাভি ছাড়াও বার্সেলোনার গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বিবৃতিতে জানানো হয়ে, বার্সেলোনা জাভিকে কোচ হিসেবে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছে। পাশাপাশি খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে অনবদ্য ক্যারিয়ারের জন্যও তাকে ধন্যবাদ দিচ্ছে। ভবিষ্যতে ভালো কিছুর জন্য জাভির জন্য শুভকামনা রইল।

আগামী রবিবার (২৬ মে) সেভিয়ার বিপক্ষে খেলবে লা লিগার চলতি মৌসুমেরে শেষ ম্যাচ খেলবে কাতালানরা। আর এই ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে বার্সেলোনা জাভি অধ্যায়।

 উল্লেখ্য, অন্যদিকে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সাবেক বায়ার্ন মিউনিখ কোচ হানসি ফ্লিকের সঙ্গে ইতোমধ্যে চুক্তি সেরেছে কাতালানরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //