ম্যাচ না জিতলেও শক্ত লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা

ঘরের মাঠে প্রথম প্রীতি ম্যাচে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে অনেকটাই গুছিয়ে নিয়েছেন রুপ্না চাকমারা। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচের তুলনায় অনেক ভালো ফুটবল উপহার দিয়েছে স্বাগতিক দল।

চাইনিজ তাইপের কাছে বাংলাদেশ ১-০ গোলে হেরেছে ঠিকই, তবে প্রথম ২০ মিনিটের পর বাংলাদেশের লড়াই দেখে দর্শকদের মন ভরেছে। 

প্রথম ম্যাচ বড় ব্যবধানে হারের পর আজ একাদশে অনেক গুলো পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। বাংলাদেশের নতুন কোচ পিটার বাটলার আজ একাদশে রাখেননি নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুনকে। রাখেননি মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার তো নেই-ই, সানজিদা-মাসুরাদেরও আজ বসিয়ে রেখেছিলেন বাটলার।

তবু প্রথম মিনিট বিশেকের পর বাংলাদেশ অনেক ভালো খেলেছে। আগের ম্যাচে ২৬ মিনিটের মধ্যেই তিন গোল খেয়েছিল, ম্যাচে চার গোলের সবগুলোই খেয়েছিল রক্ষণের শিশুতোষ কয়েকটি ভুলে। আজ রক্ষণ অনেকটাই গুছিয়ে নিয়েছে। চীনা তাইপে কয়েকবার ভুগিয়েছে বটে - র‍্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলতে গেলে অতটুকু তো অনুমিতই, তবে আফীদা, শিউলি, শামসুন্নাহারদের রক্ষণ বেশ দৃঢ়তায় বারেবারে রুখে দিয়েছে তাইপেকে। 

ম্যাচের ১৭ মিনিটেই অবশ্য গোল খেয়ে যায় বাংলাদেশ, তাইপের দারুণ দলীয় আক্রমণের পর আগের ম্যাচে হ্যাটট্রিক করা সু ইউ-সুয়ানই করেছেন গোলটি। কিন্তু পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দারুণ লড়েছে বাংলাদেশের মেয়েরা। 

মিডফিল্ডার মনিকা চাকমা অসাধারণ খেলেছেন। সাবিনা না থাকলেও তাঁর অভাবে সেভাবে ভোগেনি বাংলাদেশ। তবে তহুরা খাতুনের পরিবর্তে অধিনায়ক সাবিনা খাতুনকে কোচ ম্যাচের শেষ পনেরো মিনিট খেলিয়েছেন। সাবিনা নেমে টানা কয়েকটি কর্নার নিয়েছেন। সেই কর্ণারগুলো থেকে গোল আদায় করতে পারেনি বাংলাদেশ।

প্রথম মিনিট বিশেকের পর পুরোটা সময়ই নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল খেলেছে স্বাগতিক দল। বাংলাদেশের প্রেসিং চোখে পড়েছে বেশ। দ্বিতীয়ার্ধে তো তাইপের অর্ধেই বেশি সময় বল ছিল। তাই, বাংলাদেশ বেশ কিছু আক্রমণ করেও ম্যাচে সমতা আনতে পারেনি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //