মেসি ফিরল তবুও আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

বিশ্বকাপের পর অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখলো আর্জেন্টিনা। কোপা আমেরিকায় নামার আগে ইকুয়েডরের বিপক্ষে এক প্রীতি ম্যাচে ডি মারিয়ার গোলে জিতলো আলবিসেলেস্তারা।

আজ সোমবার (১০ জুন) ভোরে ইকুয়েডরের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। দলকে নেতৃত্ব দিয়েছেন ডি মারিয়া। 

যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলেছে আলবিসেলেস্তারা। ম্যাচের প্রথম হাফেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৪০তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ডি মারিয়া।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা করেন মার্টিনেজ-আলভারেজরা, তবে গোলের দেখা মেলেনি। ম্যাচের ৫৬ মিনিটে মারিয়াকে উঠিয়ে নামানো হয় মেসিকে। 

ম্যাচের আগেই আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি বলেছিলেন, মেসি ফিট আছেন এবং ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলবেন। তবে মেসি পুরো ম্যাচ যে খেলবেন না, সেটাও বলেছিলেন তিনি।

পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল ছিল আর্জেন্টিনার দখলে। প্রতিপক্ষের গোল বারে ৯টি শট নিয়েছে তারা।

আগামী ১৫ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপরই শুরু হবে কোপার মহারণ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উদ্বোধনী দিনেই মাঠে নামবে কানাডার বিপক্ষে ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //