শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এমপি মহুল

ঝিনাইদহ-২ আসনের সংসদ-সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের উপস্থিতিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর উদ্যোগে দ্বিতীয়বারের মত ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর ট্রফি উন্মোচন করা হয়েছে। 

সম্প্রতি বনানী ডিওএইচএস পরিষদ কার্যালয়ে জমকালো এক অনুষ্ঠানে ট্রফি উন্মোচন করেন শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল। 

এসময় আরও উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব এস এম পারভেজ তমাল, বনানী ডিওএইচএস পরিষদের সভাপতি ও ইউনিয়ন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোল্লা ফজলে আকবর, ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদসহ বিভিন্ন ব্যাংকের কো-অরডিনেটর এবং বনানী ডিওএইচএস পরিষদের গণ্যমান্য ব্যক্তিরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //