কোপা আমেরিকার দলে একাধিক পরিবর্তন এনে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ‘ছোট মেসি’ খ্যাত ১৭ বছর বয়সি ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান। ইনজুরিতে থাকায় দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। দল থেকে বাদ পড়েছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া, আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি।
ব্রাজিল ম্যাচ দুইটি খেলবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ কুরিতিবায় খেলবে ৬ সেপ্টেম্বর এবং চার দিন পর পরের ম্যাচ প্যারাগুয়ের আসুনসিওনে। ম্যাচ দুইটি ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ৬ ম্যাচ শেষে মাত্র দুইটি জয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে তারা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পরের বিশ্বকাপে সরাসরি ৬টি দলই খেলবে। সপ্তম স্থানে থাকা দলটিকে বিশ্বকাপের মূলপর্বে যেতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে।
এস্তেভাও ছাড়াও দলে ডাক পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর শীর্ষ গোলদাতা পেদ্রো। এ ছাড়া দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন। চোটের কারণে তিনি খেলতে পারেননি ২০২৪ সালের কোপা আমেরিকায়।
ব্রাজিল দল
গোলকিপার: আলিসন (লিভারপুল, বেন্তো (আল নাসর), এদেরসন (ম্যান সিটি)।
রক্ষণভাগ: দানিলো (জুভেন্টাস), ইয়ান কুতো (বরুসিয়া), গিলের্মো আরানা (আতলেতিকো মিনেইরো), ওয়েন্ডেল (পোর্তো), বেরালদো (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল), গাব্রিয়েল মাগলায়েস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি)।
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়াও গোমেস (উলভস), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)।
ফরোয়ার্ড: রদ্রিগো (রিয়াল), এনদ্রিক (রিয়াল), এস্তেভাও উইলিয়ান (পালমেইরাস), লুইস হেনরিক (বোটাফোগো), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), সাভিনিও (ম্যান সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল)।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিশ্বকাপ বাছাই দল ঘোষণা ব্রাজিল নেইমার
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh