এমবাপ্পের জোড়া গোল, জয়ে ফিরল রিয়াল

আলোড়ন তুলে রিয়াল মাদ্রিদে যোগ দিলেও লা লিগায় টানা তিন ম্যাচ গোলহীন ছিলেন কিলিয়ান এমবাপ্পে। অবশেষে চতুর্থ ম্যাচে এসে গোলের দেখা পেয়েছেন তিনি। কাল রিয়াল বেতিসের বিপক্ষে দুটি গোল করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেতিসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে জায়গা করে নিল লস বøাঙ্কোসরা।

যদিও রিয়ালের শুরুটা ভালো ছিল না। ম্যাচের প্রথম দশ মিনিটের মাথায় তিন দফায় আক্রমণ করে ভীতি ছড়ায় বেতিস। তবে, রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় রক্ষা পায় রিয়াল। আর ম্যাচের ২০ তম মিনিটে জোরালো আক্রমণ করে রিয়াল। রদ্রিগোর কর্ণার থেকে হেড করেন এডার মিলিতাও। তবে দারুণ দক্ষতায় তা ফিরিয়ে দেন বেতিস গোলরক্ষক রুই সিলভা।

এরপর ম্যাচের ২৪তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ পান এমবাপ্পে। ভালভের্দের পাস থেকে কোনাকুনি শট করলেও তা লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। ম্যাচের ৪০তম মিনিটে আরও একবার ভিনিসিয়াসের কল্যাণে গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে, এবারও বক্সে ঢুকলেও বলে পা ছোঁয়াতে পারেননি এই তারকা। যার ফলে গোলশূণ্য অবস্থায় বিরতিতে যেতে হয় দুদলকে।

ম্যাচের ৫০তম মিনিটে এগিয়ে যেতে পারত রিয়াল। তবে, ভিনিসিয়াসের শট বেতিসের এক ডিফেন্ডারের পা ছুঁয়ে পোস্টে লাগে। ফিরতি বলে বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন এমবাপ্পে। যার ফলে হতাশ হতে হয় সমর্থকদের। একের পর এক আক্রমণের ফল হিসেবে ম্যাচের ৬৭তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে।

ভালভার্দের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপান এমবাপ্পে। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি দলটির। ম্যাচের ৭৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আগের ম্যাচে পেনাল্টি কিক নেওয়া ভিনিসিয়াস এবার নিজেই এই দায়িত্ব দেন এমবাপ্পেকে। বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ পায়নি কেউ। ৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রিয়াল। আর ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh