২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদো পেরুবেন জীবনের ৪০তম বসন্ত। পেশাদার ফুটবল মাতাচ্ছেন ২২ বছর। অথচ পর্তুগিজ মহাতারকা বলছেন, ক্যারিয়ার নাকি কেবল শুরু তার! অবিশ্বাস্য হলেও রোনালদোর আত্মবিশ্বাসকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার উপায় নেই। যে বয়সে ফুটবলাররা বুটজোড়া তুলে রেখে স্মৃতিকাতর হন, সেখানে রোনালদো ক্লাব ফুটবলের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে। উয়েফা নেশন্স লিগেও সিআর-৭ নেতৃত্ব দিচ্ছেন পর্তুগালকে।
২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং লিসবনের হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু। পরে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো জায়ান্ট ক্লাবে খেলে পরিণত হয়েছেন কিংবদন্তিতে। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ইউরোপের তিনটি সেরা লিগেই বর্ষসেরা ফুটবলার হয়েছেন। ম্যান ইউ, জুভেন্টাস আর রিয়ালের জার্সিতে কমপক্ষে ১০০ গোল করার রেকর্ডটাও একমাত্র তার। তিনটি ফিফা বর্ষসেরা আর পাঁচটি ব্যালন ডি’অর জয়ী রোনালদো সাতবার জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি। সম্প্রতি বিখ্যাত ফুটবল সাময়িকী ‘ফোরফোরটু’-এর প্রকাশিত ইউরোপের সর্বকালের ১০০ ফুটবলারের তালিকায় শীর্ষে রাখা হয়েছে রোনালদোকে।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ১৪০টি গোলের মালিক রোনালদো। ২৯ আগস্ট মোনাকোতে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন রোনালদোর হাতে তুলে দেন চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সেরা খেলোয়াড়ের স্মারক ট্রফি। ম্যানইউয়ের হয়ে একবার এবং রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ক্যারিয়ারে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ আর উয়েফা নেশন্স লিগের মতো দুটি আন্তর্জাতিক শিরোপা। তবে পাঁচবার অংশ নিয়েও ছোঁয়া হয়নি স্বপ্নের ফিফা বিশ্বকাপ ট্রফি।
২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। ৪২ বছর বয়সী রোনালদো কি খেলবেন ২৩তম বিশ্বকাপে? খেলতেও পারেন। ২০২৩ সালের জানুয়ারি থেকে আল নাসর ক্লাবে খেলছেন রোনালদো। ২০২৩-২৪ মৌসুমে রেকর্ড ৩৫ গোল করে ছিলেন সৌদি লিগের সেরা গোলদাতা। ক্যারিয়ারে তার গোলের সংখ্যা ৮৯৯টি। রয়েছে ইতিহাসের সর্বোচ্চ ১৩০টি আন্তর্জাতিক গোল।
২৮ আগস্ট রোনালদো সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে অবিশ্বাস্য ফ্রি-কিক গোল করেছেন। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৩ মৌসুম ফ্রি-কিক থেকে গোলের দেখা পেলেন তিনি। রোনালদো জানিয়েছেন, আপাতত ১০০০ গোলের মালিক হতে চান। আশা করেছেন, ৪১ বছর বয়সের মধ্যে ১০০০ গোলের মাইলফলকের দেখা পেতে পারেন। ইতোমধ্যেই ক্লাব আর আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০তম গোলের দেখাও পাবেন তিনি-ভক্তদের প্রত্যাশা এটাই।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল খেলাধুলা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh