মেসি নেই তবুও আর্জেন্টিনার দাপুটে জয়

ঘরের মাঠ বুয়েনস এইরেসে চেনা দর্শক। তবে আকাশী নীল জার্সিতে সবুজ মাঠে নেই দলের দুই কান্ডারি লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। সব মিলিয়ে চিলির বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার কঠিন ‘পরীক্ষা।’ যা প্রথমার্ধে দেখা মিলল। গতিময় ফুটবল খেলার চেষ্টা করলেও বলের নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খেয়েছে। তবে বিরতির পর দ্বিতীয়ার্ধে বদলে গেল আর্জেন্টিনার ধরন। চেনা ছন্দে ফিরল আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে চিলির ডেডলক ভেঙ্গে একে-একে আর্জেন্টিনার তিন গোল। বিশ্বকাপ বাছাইয়ে স্কালোনির দল ধরে রাখল আধিপত্য।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্তালে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের এই জয়ে গোলের দেখা পেয়েছেন মার্ক আলিস্তের, হুলিয়ান আলভারেস ও পাওলো দিবালা।

ঘরের মাঠে প্রথমার্ধে গতিময় ফুটবল খেলার চেষ্টা করলেও বলের নিয়ন্ত্রণ রাখতে হিমশিম খেয়েছে স্কালোনির শীর্ষরা। চিলিও জবাব দিয়েছে সমানে। ম্যাচের ৩১ মিনিটে চিলির এদুয়ার্দো ভার্হাসের হেড আর্জেন্টিনার পোস্টে লাগায় গোল পায়নি চিলি। 

বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মাথায় রদ্রিগো দি পলকে পাস দেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। বল নিয়ে বেশ খানিকটা এগিয়ে হুলিয়ান আলভারেজকে পাস দেন মিডফিল্ডার দি পল। আলভারেজ চলতি বলই ক্রস করেন চিলির গোলপোস্টের সামনে। সেই বল ক্রস পেলেও ডামি করেন আরেক ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। বোকা বনে যায় চিলির রক্ষণ। মার্তিনেজ বলটি ছাড়ায় সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা ম্যাক অ্যালিস্টার শট নিয়ে গোল করেন। আর্জেন্টিনার হয়ে এটি ম্যাক অ্যালিস্টারের তৃতীয় গোল।

এরপর ম্যাচের ৮৪ মিনিটে আলভারেজের কাছ থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি পায় আর্জেন্টিনা। চিলির বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে চোখ ধাঁধানো গোলটি করেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড। ম্যাক অ্যালিস্টারের জায়গায় ৭৯ মিনিটে বদলি হয়ে নামা অ্যাটাকিং মিডফিল্ডার দিবালা আর্জেন্টিনাকে এনে দিয়েছেন তৃতীয় গোল। যোগ করা সময়ের ১ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর পাস পেয়ে বাঁ কোনো দুরহ জায়গা থেকে কোনাকুনি শটে গোল করেন মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা দিবালা। বাছাইয়ে ষষ্ঠ ষষ্ঠ জয় নিয়ে মাঠে ছাড়ে আর্জেন্টিনা।

এদিকে, যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার ফাইনাল খেলেই অবসর নেওয়া দি মারিয়াকে এই ম্যাচে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সম্মাননা দেওয়ার ব্যাপারটি আগেই জানা গিয়েছিল। আর্জেন্টিনা দল মাঠে নামার আগেই পরিবার নিয়ে রিভার প্লেটের মাঠে উপস্থিত হন দি মারিয়া। আর্জেন্টিনা দলের হয়ে মাঠে তার স্মরণীয় সব মুহূর্ত দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। এছাড়াও মায়ামি থেকে রেকর্ড করা ভিডিওতে মেসির পাঠানো বার্তাও শোনানো হয় দি মারিয়াকে। এমন সব মুহূর্তে চোখ ভিজেছে আর্জেন্টাইন কিংবদন্তির।

৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিওনেল স্কালোনির দল। ৬ ম্যাচ খেলে দ্বিতীয় উরুগুয়ের সঙ্গে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পরের ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //