হার দিয়ে ১২৬তম বছর শুরু করলো বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় হার দিয়ে ১২৬তম বছর শুরু করলো বার্সেলোনা। কাতালান ক্লাবটি জন্মদিনের ঠিক পরদিন ঘরের মাঠেই লাস পালমাসের কাছে হেরেছে ২-১ গেছে।

ঘরের মাঠে প্রথমার্ধে সফরকারীদের ওপর ছড়ি ঘুরিয়েও শুরুর ৪৫ মিনিটে গোল পায়নি তারা। ৫ম মিনিটেই অল্পের জন্য গোলবঞ্চিত হন ফেরমিন লোপেজ। ১১ মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করে লাস পালমাস। বক্সের ভেতর একাধিক চেষ্টার পরও গোল করতে পারেনি তারা। রাফিনিয়া গোল পেয়েছিলেন নির্ধারিত সময় শেষের একটু আগে। কিন্তু সেই গোল বাদ পড়ে অফসাইডের আইনে।  

স্কোরলাইনে কোনো পরিবর্তন আনতে না পেরেই বিরতিতে যায় দুদল। তবে বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় লাস পালমাস। ৪৯তম মিনিটে পাল্টা আক্রমণে উঠে সতীর্থের লং পাস ধরে ডি-বক্সের প্রান্ত থেকে জোরালো শট নেন সান্দ্রো রামিরেস। ইনাকি পেনিয়ার নাগালের বাইরে দিয়ে গিয়ে জালে জড়িয়ে যায়।

অবশ্য পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষকে আরও চেপে ধরে বার্সেলোনা। এরই ধাবাহিকতায় ম্যাচের ৬১তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান রাফিনিয়া। দারুণ ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান ম্যাচে ফেরান দলকে। যদিও এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। বার্সার হাই লাইন ডিফেন্স ভেঙে ৬ মিনিট পর ফের এগিয়ে যায় লাস পালমাস। গোলদাতা হাভিয়ের মুনিয়োস।

ম্যাচের ৭০ ও ৭১তম মিনিটে দুবার গোলের সুযোগ তৈরি করেন লামিন ইয়ামাল ও রাফিনিয়া। তবে পালমাস গোলরক্ষক সিলেসেনের নৈপুণ্যে দুবারই হতাশ হন তারা। ম্যাচের ৭৮তম মিনিটে ফেরান তোরেসের গোলে ফের সমতায় ফেরে বার্সেলোনা, তবে অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়। ম্যাচটাও এরপর বার্সাকে হারতে হয় ২-১ ব্যবধানে। 

এই হারের ফলে লা লিগায় সবশেষ তিন ম্যাচ টানা জয়বঞ্চিত রইল বার্সেলোনা। এর মধ্যে তাদের অর্জন কেবল এক পয়েন্ট। ৩৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের চূড়ায় থাকলেও শীর্ষস্থান নড়বড়ে হয়ে গেছে বার্সেলোনার। দুই ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ওই দুই ম্যাচ জিতে ব্লাউগ্রানাদের টপকে শীর্ষস্থান দখল করার দারুণ সুযোগ এসেছে কার্লো আনচেলত্তির শিষ্যদের কাছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh