১৭ বছর পর ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে নেই মেসি

এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ফুটবল বিশ্বে। ২০০৬ সালের পর প্রথমবারের মতো ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে জায়গা পাননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। টানা ১৭ বছর ধরে ফুটবলারদের ভোটে নির্বাচিত এই একাদশে মেসি ছিলেন অপরিহার্য। তবে ২০২৪ সালে এসে ভেঙেছে সেই ধারাবাহিকতা।  

মেসির সঙ্গে একই ভাগ্য বরণ করেছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও এ দুই কিংবদন্তি খেলোয়াড় ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন, তবে চূড়ান্ত একাদশে জায়গা পাননি। ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় একমাত্র মেসি ও রোনালদোই জায়গা করে নিয়েছিলেন। 

এবারের বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের দাপট। রিয়াল মাদ্রিদ থেকে ৬ জন এবং ম্যানচেস্টার সিটি থেকে ৪ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। একমাত্র লিভারপুলের ভার্জিল ফন ডাইক একাদশে জায়গা করে নিয়েছেন অন্য ক্লাব থেকে।  

ফিফপ্রোর এই বর্ষসেরা একাদশ নির্ধারণে বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার ভোট দিয়েছেন। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত অন্তত ৩০টি ম্যাচ খেলা ফুটবলাররা এই নির্বাচনের জন্য বিবেচিত হয়েছেন।  

এ একাদশ ফুটবলবিশ্বে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির আধিপত্যেরই প্রতিফলন, তবে মেসি-রোনালদো যুগের অবসান নিয়ে আলোচনা চলবে আরও বহুদিন। 

ছেলেদের মতো মেয়েদের বর্ষসেরা একাদশও ঘোষণা করেছে ফিফপ্রো। 

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ (পুরুষ)

গোলরক্ষক
এদেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)

ডিফেন্ডার
দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন)
ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
আন্তনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)

মিডফিল্ডার
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)
টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)

ফরোয়ার্ড
আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স)

ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ (নারী)

গোলরক্ষক
মেরি ইয়ার্পস (ম্যান ইউ/পিএসজি, ইংল্যান্ড)

ডিফেন্ডার
লুসি ব্রোঞ্জ (বার্সেলোনা/চেলসি, ইংল্যান্ড)
ওলগা কারমোনা (রিয়াল মাদ্রিদ, স্পেন)
অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড)

মিডফিল্ডার
আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা, স্পেন)
কিরা ওয়ালশ (বার্সেলোনা, ইংল্যান্ড)

ফরোয়ার্ড
বারব্রা বান্দা (শাংহাই/অরল্যান্ডো, জাম্বিয়া)
লিন্ডা কাইসেদো (রিয়াল মাদ্রিদ, কলম্বিয়া)
লরেন জেমস (চেলসি, ইংল্যান্ড)
মার্তা (অরল্যান্ডো প্রাইড, ব্রাজিল)

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh