হট ফেভারিট হয়েও কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই ছিটকে পড়ে ব্রাজিল। সেই হতাশায় অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়েন নেইমার। তাই এমন ইঙ্গিতও ছিল এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ।
তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে নেইমার জানালেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপও খেলতে চান তিনি।
ব্রাজিলের জার্সিতে নেইমারকে সবশেষ দেখা গেছে গত বছরের অক্টোবরে। একের পর এক ইনজুরির কারণে মাঠের বাইরেই বেশি সময় কাটছে তার। তবে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড বেশ ভালোভাবেই নিজেকে প্রস্তুত করছেন জাতীয় দলে ফেরার জন্য।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘অবশ্যই আমি ফিরব। আমি এর প্রস্তুতি নিচ্ছি এবং আমি রোমাঞ্চিত এনিয়ে। গত নভেম্বরে আমাকে (জাতীয় দলে) ডাকা উচিত ছিল। কিন্তু আমার সঙ্গে কথা বলার পর কোচ সিদ্ধান্ত নিয়েছেন আমাকে না ডাকার। পরেরবার, আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’
‘অবশ্যই বিশ্বকাপ খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি ইতোমধ্যেই তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছি। অবশ্যই চতুর্থ বিশ্বকাপ খেলতে চাই। আমাকে মনযোগী থাকতে হবে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’
বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। নেই চিরচেনা ছন্দে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের পাঁচে আছে। তবে নেইমার দলটিকে নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানালেন।
তিনি বলেন, ‘আমরা আশা করি, এই দল উন্নতি করবে এবং সেই পথেই এগোচ্ছে। এটা ভুলে গেলে চলবে না যে, দলটি তরুণ এবং আমাদের সম্ভাবনা রয়েছে। যত দ্রুত সম্ভব সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, যাতে করে আমরা একটি দুর্দান্ত দল হয়ে উঠতে পারি।’
বিশ্বকাপ খেলার আগে আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চান নেইমার। এসিএলের ইনজুরির এক বছর মাঠের বাইরে থাকার পর গত অক্টোবরে সৌদি ক্লাবটির হয়ে খেলেন তিনি। কিন্তু দুটি ম্যাচ খেলেই মাংসপেশির ইনজুরির কারণে আবারও ছয় সপ্তাহের জন্য ছিটকে যেতে হয় তাকে।
ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন, ‘প্রথমত, আমি আল হিলালের হয়ে একটি ভালো মৌসুম কাটাতে চাই। খুবই গুরুতর এক চোট কাটিয়ে ফিরছি আমি। নিজের পুরোনো অবস্থা ফিরতে ও এখানে নিজেকে প্রমাণ করতে কিছুটা সময় লাগবে। ভালোভাবে সেরে ওঠা এবং শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও সহজাত খেলা শুরু করাকেই আমি অগ্রাধিকার দিচ্ছি। আল হিলালের হয়ে ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই, কারণ ক্লাবের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নেইমার ব্রাজিল বিশ্বকাপ বিশকাপ ফুটবল আল হিলাল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh