স্প্যানিশ সুপার কাপের আগে বার্সেলোনাকে সুখবর দিয়েছেন লামিনে ইয়ামাল। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এই তারকা স্ট্রাইকার। নির্ধারিত সময়ের চেয়ে আরও দ্রুত চোট কাটিয়ে উঠলেন তিনি।
গত ১৬ ডিসেম্বর চোট পেয়েছিলেন ইয়ামাল। লা লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান তিনি। তখন ধারণা করা হয়েছিল, সেই চোট কাটিয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।
তাই স্প্যানিশ সুপার কাপে ইয়ামালের খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে প্রত্যাশার চেয়েও দ্রুত চোট কাটিয়ে উঠেছেন তিনি। ফলে গতকাল বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন এই তরুণ স্ট্রাইকার।
আগামী শনিবার কোপা দেল রের শেষ বত্রিশে বার্বাস্ত্রোর বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচে ইয়ামালের খেলার সম্ভাবনা নেই। এরপর বুধবার সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে অ্যাথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন ইয়ামাল।
উল্লেখ্য, গত গ্রীষ্মে স্পেনের ইউরো জয়ে বড় অবদান রাখা ইয়ামাল এই মৌসুমে বার্সেলোনার জার্সিতেও সমান উজ্জ্বল। দুইবার চোটে পড়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তিনি গোল করেন ৬টি, অবদান রাখেন সতীর্থদের ১১টি গোলে
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বার্সেলোনা সুখবর লামিনে ইয়ামাল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh