২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব ছাড়বেন দেশম

২০২৬ বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। এই বিশ্বকাপের পর ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন দিদিয়ের দেশম। 

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে ফরাসি টেলিভিশন নেটওয়ার্ক টিএফআই’কে ৫৬ বছর বয়সী বলেছেন, ‘২০২৬ হবে আমার শেষ। আমরা কাছে এটা পরিষ্কার’। তিনি আরও বলেছেন, ‘ফ্রান্সকে শীর্ষে রাখতে একই আকাঙ্ক্ষা, আবেগ নিয়ে আমি আমি কাজ করেছি।’

ফ্রান্সের ফুটবল ইতিাহাসে সফল খেলোয়াড় ও কোচদের একজন দেশম। তাঁর অধীনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জেতেন আঁতোয়ান গ্রিজমান ও কিলিয়ান এমবাপ্পেরা। কাতারে ২০২২ বিশ্বকাপেও খেলেছেন ফাইনালে। এছাড়া ঘরের মাটিতে ২০১৬ ইউরোতে হয় রানার্স আপ। 

২০১২ সালে ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব নেন দেশম। দেশটির বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কোচ তিনি। 

ফ্রান্স এখনো ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব অভিযান শুরু করেনি এখনো। গ্রুপ পর্বে কাদের পাচ্ছে, সেটি নির্ভর করছে আগামী মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের ওপর। 

ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা তৃতীয় ব্যক্তি দেশম। ফ্রান্সের সাবেক এই মিডফিল্ডার ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে জেতেন বিশ্বকাপ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh