নাপোলি ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন খিচা কাভারাস্কেইয়া। ২০২৯ সালের জুন পর্যন্ত পার্ক দে প্রিন্সেসে থাকবেন তিনি।
কাভারাস্কেইয়াকে দলে নিতে চেয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট লিভারপুল ও চেলসি। আরও বেশ কয়েকটি ক্লাবও তাঁর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। তবে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর পিএসজি কাভারাস্কেইয়ার দিকে নজর রেখেছিল। জর্জিয়ান উইঙ্গারও গত সপ্তাহে নাপোলিকে জানান, তিনি ক্লাব ছাড়তে চান।
তবে জানুয়ারির শীতকালীন দলবদলে ফরাসি জায়ান্টদের সঙ্গে কাভারাস্কেইয়ার কত অঙ্কের চুক্তি হয়েছে সেটি পুরোপুরি প্রকাশ করা হয়নি। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, পিএসজি ৭০ মিলিয়ন ইউরোতে দলে নিয়েছে ২৩ বছর বয়সী এই উইঙ্গারকে। সঙ্গে থাকছে আরও অন্যান্য আনুষঙ্গিক চুক্তি। পিএসজিতে যোগ দিয়ে কাভারাস্কেইয়া বলেছেন, ‘এখানে এসে স্বপ্ন পূরণ হলো। পিএসজি সম্পর্কে ইতিবাচক অনেক কিছু শুনেছি।’
২০২৪ ইউরোতে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় খেলে জর্জিয়া। সেই দলে ছিলেন কাভারাস্কেইয়া। ২০২২ সালে নাপোলিতে এসেছিলেন তিনি। প্রথম মৌসুমেই ক্লাবটিকে সিরি’ আ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নাপোলি সমর্থকেরাও ক্লাবটির কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে কাভারাস্কেইয়ার নাম মিলিয়ে তাঁকে ডাকতে শুরু করেন ’কাভারাডোনা’।
চলতি মৌসুমেও শিরোপা জেতার সম্ভাবনা ছিল কাভারাস্কেইয়ার। সিরি’ আ পুনরুদ্ধারের পথে নাপোলি ৪৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। তবে ’নতুন ম্যারাডোনা’ নেপলস ছাড়লেন নাপোলির হয়ে ১০৭ ম্যাচে ৫৪ গোল করে। নতুন ঠিকানায়ও লিগ জেতার সম্ভাবনা প্রবল কাভারাস্কেইয়ার। ৪৩ পয়েন্ট নিয়ে লিগ আঁর পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলা ফুটবল নাপোলি খিচা কাভারাস্কেইয়া
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh