প্রথম ফুটবল ক্লাব হিসেবে বছরে বিলিয়ন আয়ের ঘরে রিয়াল মাদ্রিদ

মাঠে রেকর্ডের অভাব নেই রিয়াল মাদ্রিদের। এবার নতুন আরেকটি ইতিহাস গড়ল লস ব্লাঙ্কোসরা। প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক মৌসুমে আয়ের দিক দিয়ে বিলিয়নিয়ারের ঘরে পা রাখল স্প্যানিশ জায়ান্টরা।

রিয়াল ২০২৩-২৪ মৌসুমে আয় করেছে ১.০৪৬ বিলিয়ন ইউরো। আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েট তাদের মানি লিগের জরিপে এমনটাই জানিয়েছে। 

মূলত নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম সংস্কার ক্লাবটির আয় বাড়িয়ে দিয়েছে। সংস্কারের পর ম্যাচ ডে’র আয় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ২৪৮ মিলিয়ন ইউরো।

এছাড়া নতুন স্পন্সরশিপ চুক্তি ও বাণিজ্যিক বিক্রির মাধ্যমে রিয়ালের বাণিজ্যিক আয় বেড়েছে ১৯ শতাংশ। গত মৌসুমে ট্রেবল জিতেছে লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয় ক্লাবটির বিশ্ব শক্তি হিসেবে মর্যাদা বাড়িয়েছে। 

ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের সহকারী পরিচালক থিও আযাদী বলেছেন, ‘এক বিলিয়ন ইউরো আয় ক্লাব ফুটবলের জন্য একটি মাইলফলক। মাদ্রিদের স্টেডিয়ামের সংস্কার ক্লাবটির আয়ের অনুঘটক হিসেবে কাজ করেছে।’ 

তিনি আরও বলেছেন, ‘তারা আসন সংখ্যা বাড়িয়েছে, যেটা আয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাণিজ্য বাড়িয়েছে এবং নতুন পৃষ্ঠপোষক এনেছে। সঙ্গে মাঠে ছিল দুর্দান্ত পারফরম্যান্স। সেটিই মাদ্রিদকে অর্থনৈতিক পারফরম্যান্সে শক্তিশালী করেছে।’ 

রিয়ালের পরে আয়ের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি (৮৩৮ মিলিয়ন ইউরো), তিনে পিএসজি (৮০৬ মিলিয়ন ইউরো)। শীর্ষ পাঁচের পরের দুই হলো ম্যানচেস্টার ইউনাইটেড (৭৭১ মিলিয়ন ইউরো) ও বায়ার্ন মিউনিখ (৫৫৭ মিলিয়ন ইউরো)। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh