গ্রুপ সেরা হয়ে ফেডারেশন কাপের প্লে অফ নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ভ্যালেরিও তিতার শিষ্যরা আজ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। বাংলাদেশ পুলিশের সঙ্গে ড্র করলেও রানার্স আপ হয়ে কিংসের সঙ্গী হয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় কিংস। ১৮ মিনিটে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা। ৪০ মিনিটে ব্যবধান বাড়ান সোহেল রানা (সিনিয়র)।
বিরতি থেকে ফিরে আরও তিন গোল হজম করে ওয়ান্ডারার্স। ৫৫ মিনিটে নাজমুল ইসলাম রাসেলের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা কার্যত শেষ হয়ে যায় তাদের। ৭০ মিনিটে কিংসের চতুর্থ গোলটি করেন সোহেল রানা (জুনিয়র)। ৭ মিনিট পর ওয়ান্ডারার্সে জালে শেষ বলটি পাঠান তপু বর্মণ। ম্যাচসেরাও হয়েছেন এই বাংলাদেশি ডিফেন্ডার।
৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সেরা হয়ে প্লে অফ নিশ্চিত করল কিংস। ফেডারেশন কাপে দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করে বিদায় নিয়েছে পুলিশ। এই ম্যাচ জিতলে আর কিংস হারলে প্লে অফের সম্ভাবনায় থাকত তারাও। তখন ফর্টিস এফসি ও পুলিশের পয়েন্ট হতো সমান ৭। আর কিংস ও ব্রাদার্সের সমান ৬। কিন্তু ড্র হওয়ায় কঠিন সমীকরণে পড়তে হয়নি এই দুই দলকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলা ফুটবল ফেডারেশন কাপ বসুন্ধরা কিংস
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh