ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছিল আর্জেন্টিনা। কিন্তু পরের ম্যাচে কলম্বিয়ার কাছে পয়েন্ট হারায় আলবিসেলেস্তে জুনিয়ররা। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি তারা। বলিভিয়াকে হারিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা।
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। কিন্তু জয়সূচক একমাত্র গোলটি আসে নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে। ৮৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগেজ।
এই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh