২০২৪-২৫ মৌসুমে বিশ্ব ক্লাব ফুটবলের সর্ববৃহৎ আর জনপ্রিয় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ হাজির হয়েছে নতুন ফরম্যাটে। মূল পর্বে জায়গা করে নেওয়া ৩৬টি দলের লড়াইয়ে ছিল না কোনো গ্রুপ পর্ব। দৈবচয়নের ভিত্তিতে প্রতিটি দলকে খেলতে হয়েছে আটটি করে ম্যাচ। একই পয়েন্ট টেবিলের লড়াইয়ে সেরা আট দল সরাসরি নাম লিখিয়েছে নকআউট পর্বে। পয়েন্ট টেবিলের বাকি ১৬ দল খেলেছে প্লে-অফ। সেখান থেকে ছিটকে গেছে আরো আটটি দল। যাদের মধ্যে আছে ম্যানচেস্টার সিটি আর জুভেন্টাসের মতো প্রতিষ্ঠিত দল।
আগামী ৪, ৫ ও ১১, ১২ মার্চ অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের সেরা ১৬ দলের নক-আউট পর্ব। ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ আর অ্যাটলেটিকো মাদ্রিদ। লিভারপুলকে মাঠে নামতে হবে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে। বার্সেলোনার প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। এ ছাড়া অ্যাস্টন ভিলা বনাম ক্লাব ব্রাহা; বুরুশিয়া ডর্টমুন্ড বনাম লিলে; বায়ার্ন লেভারকুসেন বনাম বায়ার্ন মিউনিখ; পিএসভি আইন্দহোভেন আর আর্সেনাল এবং ফিওনার্দের মুখোমুখি হবে ইন্টার মিলান।
জমে উঠেছে চ্যাম্পিয়নস লিগে ‘গোল্ডেন বুট’ লড়াইটাও। শীর্ষ গোলদাতার তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন বুরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড শেরহু গুইরাসে। লিগ পর্বে তার গোলের সংখ্যা ১০টি। বুরুশিয়া প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বে খেলবে ফ্রান্সের লিলের বিপক্ষে। হারলেও অন্তত দুই ম্যাচ পাচ্ছেন গিনির স্ট্রাইকার। তাই শেরহুর গোলের সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল। ২৮ বছরের শেরহুরের জন্ম ফ্রান্সে। সেখানেই তার ফুটবল ক্যারিয়ার শুরু। ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন। তবে আন্তর্জাতিক ফুটবলে মাতৃভূমি গিনির হয়ে ২১ ম্যাচে ৯ গোল রয়েছে তার। ২০২৪ সালের জুনে মাত্র ১৮ মিলিয়ন ইউরোতে তিনি যোগ দেন ডর্টমুন্ডে। এরই মধ্যে বুন্দেস লিগাতেও ১৯ ম্যাচে ৯ গোল হাঁকিয়েছেন শেরহু।
শেরহুর গোল্ডেন বুট জয় সহজ হবে না। ৯ গোল নিয়ে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন অভিজ্ঞ রবার্ট লেভান্ডভস্কি। পোলিশ ফরোয়ার্ডের ক্লাব বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের অন্যতম ফেভারিট। ৩৬ বছর বয়সী লেভা দুইবার করে জিতেছেন ফিফা বর্ষসেরা খেতাব, ইউরোপিয়ান গোল্ডেন শ্যু আর ব্যালন ডি অর-এর সেরা স্ট্রাইকারের পুরস্কার।
২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা গোলদাতা ছিলেন। পোল্যান্ড জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৮৪ গোলের মালিক লেভার চ্যাম্পিয়নস লিগ গোলের সংখ্যা ১০৩টি, যা ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪০) আর লিওনেল মেসির (১২৯) পরেই তৃতীয় সর্বোচ্চ।
চলমান চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার ব্রাজিলিয়ান রাফিনহা আর ম্যান সিটির নরওয়েজিয়ান আর্লিং হাল্যান্ড করেছেন ৮ গোল। কিন্তু সিটিজেনরা ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। ৭ গোল করেছেন রিয়েল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পে। বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন আর বেনফিকার গ্রিক তারকা ভেঞ্জেলিস পাভেলিদিসও ৭ গোল করে লড়াইয়ে আছেন। সব মিলিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ‘গোল্ডেন বুট’ লড়াইটা জমজমাট। তাই ইউরোপের সেরা ফুটবল টুর্নামেন্টের সেরা গোলদাতা কে হবেন সেটা বলা মুশকিল। তবে যে দল যত বেশি এগোবে সেই দলের খেলোয়াড়ের সেরা গোলদাতার মুকুট জেতা সহজ হবে, এটা নিশ্চিত।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh