শিলংয়ে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এবার ঘরের মাঠে অভিষেকের অপেক্ষা তার। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইয়ে সেই ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
প্রায় চার বছর ধরে চললেও এখনো পুরোপুরি সংস্কার শেষ হয়নি জাতীয় স্টেডিয়ামের। জাতীয় ক্রীড়া পরিষদ এখনো বাফুফেকে আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেয়নি। যার কারণে দেশীয় ও আন্তর্জাতিক ফুটবল ম্যাচগুলো দেশের অন্যান্য ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। তবে মাসখানেকের মধ্যে মাঠ পুরোপুরি খেলার জন্য প্রস্তুত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘যতটুকু জানি, কাজ প্রায় শেষ। বাফুফে সভাপতির সঙ্গে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরো একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না।’
মাঠের ঘাস নিয়ে আরো কাজ করবে বাফুফে। তাই আগামী দেড় মাস জাতীয় স্টেডিয়ামের মাঠ অন্য কারো কাছে বরাদ্দ না দেওয়ার অনুরোধ জানিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
এই বিষয়ে সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে অনুরোধ করেছি, আগামী দেড় মাসের মধ্যে যেন মাঠটি অন্য কাউকে বরাদ্দ না দেওয়া হয়। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই মাঠ ও অন্যান্য কিছু কাজ শেষ করতে পারব।’
সেটি হলে ঘরের মাটিতে হামজাকে দেখার অপেক্ষা ঘুচবে এ দেশের ফুটবল সমর্থকদের। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকার বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকে ফুটবল নিয়ে মেতেছে দেশের মানুষ। ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে ড্র এনে দিয়েছেন তিনি। হামজাকে নিয়ে এবার হাভিয়ের কাবরেরার বাকি শিষ্যরা হারাতে চাইবেন সিঙ্গাপুরকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh