আন্দোলনকারীদের সঙ্গে বসতে রাজি সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১৫:০৫

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি একথা বলেন।
আনিসুল হক বলেন, আমরা তাদের সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসবো।
তিনি আরও বলেন, আমরা নীতিগত কোটা সংস্কারের পক্ষে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে। তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে। হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন বলেও জানান তিনি।